এই অসাধারণ পারফরম্যান্সের পর প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেন। তিনি কোহলিকে ভারতের সর্বকালের সেরা ওডিআই ব্যাটার হিসেবে আখ্যা দেন। পাঠানের মতে, কোহলির সবচেয়ে বড় শক্তি হলো তার ধারাবাহিকতা এবং দীর্ঘ সময় ধরে একই মানের পারফরম্যান্স ধরে রাখা, যা খুব কম ক্রিকেটারের পক্ষেই সম্ভব।
ইরফান পাঠান বিশেষভাবে উল্লেখ করেন যে ২০১৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কোহলি ভারতের সেরা ওডিআই ব্যাটার হিসেবে বিবেচিত হয়ে আসছেন। এমএস ধোনি, বিরাট কোহলি নিজে, রোহিত শর্মা এবং বর্তমানে শুভমান গিল—এত ভিন্ন ভিন্ন অধিনায়কের অধীনে ধারাবাহিকভাবে রান করে যাওয়াই তার ব্যতিক্রমী প্রতিভার প্রমাণ বলে মনে করেন তিনি।
advertisement
কোহলির ফিটনেস ও মানসিক দৃঢ়তাও প্রশংসার কেন্দ্রে ছিল। পাঠান তাকে ‘রান মেশিন’ আখ্যা দিয়ে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তার ফিটনেস আরও উন্নত হয়েছে। মাঠে তার দ্রুত দৌড়, ইনিংস গড়ার ধৈর্য এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে রান করার ক্ষমতা আজও আগের মতোই কার্যকর।
আরও পড়ুনঃ IND vs PAK: একই দিনে জোড়া ভারত-পাকিস্তান ম্যাচ, কবে-কোথায় ক্রিকেট যুদ্ধ? জেনে নিন
ম্যাচে নিউজিল্যান্ডের ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি ১০৮ বলে ১২৪ রান করেন, যা ছিল তার ৮৫তম আন্তর্জাতিক শতরান। শেষ পর্যন্ত ভারত ৪১ রানে হেরে যায় এবং সিরিজ ২-১ ব্যবধানে নিউজিল্যান্ডের দখলে যায়। তবুও বিরাট কোহলির এই ইনিংস প্রমাণ করে, তিনি এখনো ভারতের ওডিআই ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার।
