দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট এবং একদিনের সিরিজ ভারত লজ্জাজনক পরাজয় বরণ করেছিল। কিন্তু তাতে ছিলেন না রোহিত শর্মা। পরে রোহিত দলে যোগদান করার পর থেকে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকার বিরুদ্ধে প্রবল দাপটের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। তবে রোহিত শর্মা জানিয়েছেন দলে উন্নতি প্রয়োজন এখনো রয়েছে। জিতলেও একশো শতাংশ নিখুঁত ক্রিকেট খেলেছে ভারত বলছেন না হিটম্যান।
advertisement
ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন সঠিক লোকের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। রোহিত জানে দলকে কিভাবে নেতৃত্ব দিতে হয়। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সঠিক রাস্তায় এগোচ্ছে ভারতীয় দল। বোলিং বিভাগে বুমরাহ, শামির মত অভিজ্ঞদের ছাড়াও দুরন্ত পারফর্ম করেছেন সিরাজ, ভুবনেশ্বর, আবেশ খান। কিন্তু ইরফান মনে করেন গভীরতা বাড়াতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলে একজন বাঁ-হাতি পেসারের প্রয়োজন আছে।
অস্ট্রেলিয়ার খেলার অভিজ্ঞতা থেকে তার মনে হয়েছে নটরাজন, খলিল আহমেদ, চেতন সাকারিয়ার মধ্যে একজনকে নিয়ে যাওয়া উচিত ভারতের। বাঁ-হাতি পেসার থাকলে ডানহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে বিশেষ সুবিধা পাওয়া যায়। জাহির খান এবং তিনি নিজেও অস্ট্রেলিয়াতে সফল হয়েছেন অতীতে।
তাই ইংল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে এদের সুযোগ দিয়ে দেখে নেওয়া উচিত। বাঁ-হাতি বোলারদের অ্যাঙ্গেল এবং বল সুইং করানোর ক্ষমতা এমনিতেই বেশি হয়। তবে এটা তার ব্যক্তিগত মতামত। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় কি মনে করেন সেটা তাদের ব্যাপার।