কিন্তু ভারতের পরাজয় দেখে সেলিব্রেশন হচ্ছে পাকিস্তানে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানি ভক্তরা ইরফানকে গালাগালি করছেন এবং টিটকিরি মারছেন। পাকিস্তানি ভক্তদের উদ্দেশ্যে জবাবে ইরফান জানিয়েছেন, বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা! অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে পাকিস্তানিদের এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।
তারা নিজেদের দল নিয়ে ভাবুক। ভারতকে ভারতেরটা ভাবতে দিক। পাকিস্তান এমন ভাব দেখাচ্ছে যেন তারা বিশ্বকাপ জিতেই ছাড়বে। ইরফান মনে করিয়ে দিয়েছেন আজ পর্যন্ত বিশ্বকাপে মাত্র একবার ছাড়া ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তাই তাদের এত আনন্দ না করলেও চলবে।
বরং বাবর, রিজওয়ানরা চিন্তা করুক ১৫ অক্টোবর তারা আমেদাবাদে কিভাবে ভারতকে হারাবে। আর ইরফান নিশ্চিত ভারত যাই পারফরম্যান্স করুক বিশ্বকাপের আগে নিজেদের সেরা ছন্দে চলে আসবে টিম ইন্ডিয়া।