এবার ইরফান পাঠানকে নিয়ে আলোচনা হচ্ছে অন্য কারণে। তবে এই কারণের জন্য এর আগে তাঁকে সমালোচনা হজম করতে হয়েছিল। ক্রিকেটের কারণে নয়, ব্যক্তিগত জীবনের কারণে এবার তিনি শিরোনামে।
বিয়ের ৮ বছরে প্রথমবার স্ত্রীর মুখ থেকে পর্দা সরিয়েছেন তিনি। এর আগে স্ত্রীর মুখ দেখানো ছবি কখনও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। টিম ইন্ডিয়ার তারকা ছিলেন তিনি। প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান ২০১৬ সালে বিয়ে করেন সাফা বেইজকে।
advertisement
আরও পড়ুন- Ind vs Eng: ব্যাটেই দিলেন সমালোচকদের জবাব!কঠিন পরিস্থিতিতে গিলের দুরন্ত শতরান
অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রী সাফা বেইজের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইরফান পাঠান। ওই ছবির বিশেষ বিষয় হল, এতে তিনি তাঁর স্ত্রীর মুখ লুকোননি।
এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবি শেয়ার করেছিলেন, সাফাকে হয় হিজাবে দেখা গিয়েছিল, না হলে হাত দিয়ে মুখ ঢাকা ছিল। এবার অবশ্য কোনও রাখঢাক ছিল না।
আরও পড়ুন- 8হুগলির মানকুণ্ডুতে ভয়ঙ্কর কাণ্ড, মাঠের মাঝে বোঘোরে মৃত্যু কিউরেটরের
আষ্টম বিবাহ বার্ষিকীতে ভালবাসার বার্তা লিখে স্ত্রী সাফার সাথে একটি ছবি শেয়ার করেছেন ইরফান। শেষ পর্যন্ত স্ত্রীর মুখ দেখানো ছবি পোস্ট করায় এবার ইরফান পাঠানকে নিয়ে মজা করার সুযোগও ছাড়ছেন না অনেকে।