Shubman Gill: ব্যাটেই দিলেন সমালোচকদের জবাব! বিশাখাপত্তনমে কঠিন পরিস্থিতিতে গিলের দুরন্ত শতরান

Last Updated:
Shubman Gill: লাগাতার অফ ফর্মের কারণে দল টেস্ট দল থেকে গিলকে বাদ কেন দেওয়া হচ্ছে না নিয়েও প্রশ্ন ওঠে। অবশেষে রানে ফিরলেন গিল। বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে খেললেন অনবদ্য ইনিংস।
1/5
২০২৩ সালটা স্বপ্নের মত ছিল শুভমান গিলের কাছে। ব্যাট হাতে ২২ গজে রীতিমত রাজত্ব করেছেন তরুণ ভারতীয় তারকা। বিসিসিআইয়ের বর্ষসেরা পুরষ্কার থেকে আইসিসির সম্মান পেয়েছেন।
২০২৩ সালটা স্বপ্নের মত ছিল শুভমান গিলের কাছে। ব্যাট হাতে ২২ গজে রীতিমত রাজত্ব করেছেন তরুণ ভারতীয় তারকা। বিসিসিআইয়ের বর্ষসেরা পুরষ্কার থেকে আইসিসির সম্মান পেয়েছেন।
advertisement
2/5
কিন্তু ২০২৩ সালের শেষ থেকে ব্যাটে রানের খরা দেখা দেয় গিলের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে লাগাতার অফ ফর্ম ও বাজে শট সিলেকশনের শিকার হয়েছেন গিল। কিছুতেই রান পাচ্ছিলেন না তিনি।
কিন্তু ২০২৩ সালের শেষ থেকে ব্যাটে রানের খরা দেখা দেয় গিলের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে লাগাতার অফ ফর্ম ও বাজে শট সিলেকশনের শিকার হয়েছেন গিল। কিছুতেই রান পাচ্ছিলেন না তিনি।
advertisement
3/5
লাগাতার অফ ফর্মের কারণে দল টেস্ট দল থেকে গিলকে বাদ কেন দেওয়া হচ্ছে না নিয়েও প্রশ্ন ওঠে। অবশেষে রানে ফিরলেন গিল। বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে খেললেন অনবদ্য ইনিংস।
লাগাতার অফ ফর্মের কারণে দল টেস্ট দল থেকে গিলকে বাদ কেন দেওয়া হচ্ছে না নিয়েও প্রশ্ন ওঠে। অবশেষে রানে ফিরলেন গিল। বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে খেললেন অনবদ্য ইনিংস।
advertisement
4/5
দ্বিতীয় ইনিংসে একদিক থেকে যখন টপ অর্ডারের অন্যান্য ব্যাটাররা ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন তখন একদিক থেকে একা টেনেছেন দলকে। কঠিন পরিস্থিতেত শতরান করে ফের একবার নিজের জাত চেনালেন শুভমাম গিল।
দ্বিতীয় ইনিংসে একদিক থেকে যখন টপ অর্ডারের অন্যান্য ব্যাটাররা ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন তখন একদিক থেকে একা টেনেছেন দলকে। কঠিন পরিস্থিতেত শতরান করে ফের একবার নিজের জাত চেনালেন শুভমাম গিল।
advertisement
5/5
নিজের ইনিংসে একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন গিল। ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। টেস্ট কেরিয়ারে এটি গিলের তৃতীয় শতরান। শেষ পর্যন্ত ১০৪ রান করে আউট হন গিল।
নিজের ইনিংসে একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন গিল। ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। টেস্ট কেরিয়ারে এটি গিলের তৃতীয় শতরান। শেষ পর্যন্ত ১০৪ রান করে আউট হন গিল।
advertisement
advertisement
advertisement