কবাডি খেলার ক্ষেত্রে খুব একটা যশ নেই মেসির দেশের। তবে বাংলাদেশে আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপ অংশগ্রহণ করেছে আর্জেন্টিনা। খেলা কবাডি হলেও মেসির দেশ হওয়ায় নীল-সাদা ব্রিগেডকে ঘিরে উত্তেজনা ছিল ঢাকায়। সাধ্যমত লড়াইয়ের কথাও বলেছিল আর্জেন্টিনার কবাডি দল। কিন্তু বাস্তবের মাটিতে আদতে তা হল না। প্রথম ম্যাচেই আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কবাডির প্রবল শক্তিধর দেশ এশীয় শক্তি ইরাক। ম্যাচে ইরাকের বিরুদ্ধে ৫৬-২৮ লজ্জার ব্যবধানে হার স্বীকার করতে হয়েছে আর্জেন্টিনাকে।
advertisement
আরও পড়ুনঃ লজ্জার রেকর্ড! আন্তর্জাতিক টি-২০-তে টানা ১৯ ম্যাচ হার, অবশেষে জয়ের স্বাদ পেল এই দেশ
বলা চলে ম্যাচে ইরাকের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টনা। খড়কুটোর মত উড়ে গিয়েছে নীল-সাদা ব্রিগেড। মেসির দেশ হওয়ায় খেলা দেখতে মাঠে লোকও হয়েছিল ভালোই। তবে ম্যাচের প্রথমার্ধেই বোঝা বোঝা যায় কবাডিতে এখনও অনেক উন্নতি করতে হবে আর্জেন্টিনাকে। ম্যাচের প্রথমার্ধে খেলার ফল ছিল ৩৪-১৩। দ্বিতীয় তাও একটু লড়াই দেওয়ার চেষ্টা করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত খেলার ফল ৫৬-২৮। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কবাডি দলের কোচ।