কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ইরানের ফুটবলাররা সেই বিতর্কে ঘি ঢেলেছিলেন। তাঁরা জাতীয় সঙ্গীতে গলা মেলাননি। যদিও বিশ্বকাপ খেলতে আসার আগে থেকেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন ইরানের ফুটবলাররা। তবে সরকারের তরফে তা নিয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া সেই সময় জাহির করা হয়নি।
আরও পড়ুন- গাড়ি দুর্ঘটনা বদলে দেয় জীবন! মেসি-অ্যান্তোনেলার প্রেম কীভাবে জেনে নিন
advertisement
বিশ্বকাপ মিটতেই স্বমহিমায় ইরানের সরকার। ইরানের ফুটবলার আমির নাসর–আজাদানি মহিলাদের অধিকার নিয়ে বারবার সরব হয়েছিলেন। এবার ইরানের সরকার তাঁর বিরুদ্ধে সরকার বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ তুলেছে। আর এই ফুটবলারকে মৃত্যুদণ্ডের শাস্তিও শুনিয়ে দিয়েছে ইরানের সরকার।
আমির নাসর–আজাদানির মৃত্যুদণ্ডের ঘোষণার প্রতিবাদ জানিয়েছে ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো। আমিরের শাস্তি অবিলম্বে প্রত্যাহার করার আর্জি জানিয়েছে এই সংস্থা। তবে ইরানের সরকার সেসব দাবি কানেই তুলছে না আপাতত।
মহিলাদের অধিকার এবং মৌলিক স্বাধীনতার জন্য গত কয়েক মাস ধরে প্রচার চালাচ্ছেন ইরানের ফুটবলার। আর সেটাই ভাল চোখে দেখছে না ইরানের সরকার। ফিফপ্রো জানিয়েছে, আমিরের শাস্তি প্রত্যাহারের জন্য দরকার হলে তারা ফিফা-র কাছেও আবেদন জানাবে।
আরও পড়ুন- `হৃদয় বলছে মেসি, মাথা বলছে ফ্রান্স'! দোটানায় পড়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো
ইসলামিক রিপাবলিক ইরান এখনও পর্যন্ত শাস্তির ঘোষণা প্রত্যাহার করেনি। সোমবার জনসমক্ষে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরানের সরকার। নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে খুন করেছিলেন সেই ব্যক্তি, সরকারের দাবি এমনই। ফলে ফুটবলারকেও যে কোনও সময় ফাঁসিতে ঝোলাতে পারে ইরানের সরকার, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।