TRENDING:

#IPL2019Final: ধোনির রান আউট নিয়ে পোস্ট করে বিতর্কে ক্রিকেটাররা, ক্ষোভের মুখে করতে হল ডিলিট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

ধোনির রান আউট নিয়ে সেদিন থেকেই প্রচুর আলোচনা ও সমালোচনা হয়েছে ৷ এরপরেই নিউজিল্যান্ডের ক্রিকেটার একটি বিশেষ অ্যাঙ্গেল থেকে ছবি দিয়ে বলেছিলেন ধোনি আউট ছিলেন -এটাই প্রমাণ করতে চেয়েছিলেন তিনি ৷ জিমি নাসিম নিজের পোস্টের নিচে লিখেছিলেন , কী করে কিছু ক্রিকেট ফ্যান এই খেলার আর ধোনির ব্যাপারে এতটা অন্ধ হতে পারে ৷ আমি ধোনিকে শ্রদ্ধা করি কিন্তু এই ছবিটা দেখার পর কী করে বলতে পারি তিনি আউট ছিলেন না ৷ ’’

advertisement

( Courtesy by BCCI)

নাসিমের এই পোস্টে ফের নিজেদের ক্ষোভ উগড়ে দেন ধোনি ফ্যানরা ৷ আর তাঁকে এই পোস্ট তুলে নিতে বলেন ৷

Twitter Grab

advertisement

এতটা ক্ষোভের বিস্ফোরণে তিনি পোস্ট তোলার পরেও বলেন, একহাত নিতে ছাড়েননি ৷ তিনি লিখেছেন, ‘‘ধোনির রান আউট নিয়ে পোস্টটা ডিলিট করেছি তার এই মানে নয় যে আমি আমার মত পরিবর্তন করছি ৷ আমার ফিডে এত বোকা বোকা মন্তব্য আসছে যে আমি বিরক্ত ৷ আর আরও একটা কারণ আমার কিছু আসে যায় না ৷ তাই আমার টুইট নিয়ে আর কিছু না হলেই ভালো ৷’’

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
#IPL2019Final: ধোনির রান আউট নিয়ে পোস্ট করে বিতর্কে ক্রিকেটাররা, ক্ষোভের মুখে করতে হল ডিলিট