TRENDING:

#IPL2019: MI vs KKR: পান্ডিয়া ভাইদের দাপট কেকেআরকে প্রাথমিক ধাক্কা দিল মুম্বই, আউট দীনেশ কার্তিকও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:শুরুটা মন্দ করেননি কেকেআর ওপেনাররা ৷ ক্রিস লিন ও শুভমান গিল বেশ ভালোই খেলতে শুরু করেছিলেন ৷ তবে গত ম্যাচের ব্যাট হাতে নায়ক তরুণ গিলকে এদিন মাত্র ৯ রানে প্যাক আপ করে দিলেন হার্দিক পান্ডিয়া ৷ এলবিডাব্লু হয়ে ফেরেন তিনি ৷
advertisement

তবে ক্রিস লিন এদিন ছোট হলেও ঝোড়ো ইনিংস খেলেন ৷ তিনি ২৯ বলে ৪১ রান করেন ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ২ টি চার ও ৪ টি ছয় দিয়ে ৷তাঁর উইকেটটিও গেছে হার্দিকেরই ঝোলায়৷ অন্যদিকে ক্রুনাল উইকেট না পেলেও টাইট বোলিং করে নাইটদের চাপে রেখেছেন ৷ নিজের চার ওভারে মাত্র ১০ রান দিয়েছেন তিনি ৷

advertisement

এদিকে অধিনায়ক দীনেশ কার্তিকে আউট করে দেন মালিঙ্গা৷ ৯ বলে ৩ করে আউট তিনি ৷ তাঁর ক্যাচ নেন ক্রুনালই ৷ এদিকে মালিঙ্গার ওভারেই শূন্য রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন রাসেল ৷ মালিঙ্গার বলে কুইন্টন ডি কক তাঁর ক্যাচ নেন ৷

File

advertisement

ওয়াংখেড়েতে টসে জিতে ফিল্ডিং নিল মুম্বই ৷ ফলে কেকেআর প্রথমে ব্যাট করবে রোহিতদের দলের বিরুদ্ধে ৷ ডু - অর ডাই ম্যাচে সেরা লড়াইটা দিতে তৈরি কার্তিক এন্ড কোং ৷

রবিবার মুম্বইকে হারিয়ে কেকেআর প্লে অফে যাবে কী না, তা জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার ৷ শনিবার একইসঙ্গে রাজস্থান এবং হায়দরাবাদের হারে এখন প্লে অফে ওঠার রাস্তা আরোই মসৃণ হয়েছে নাইটদের ৷ প্রয়োজন শুধুমাত্র একটি জয় ৷ তাহলেই সরাসরি প্লে অফে যাওয়ার যোগ্যতা অর্জন করবে দীনেশ কার্তিক অ্যান্ড কোম্পানি ৷ কিন্তু আজকের ম্যাচ হারলে অবশ্য নেট রান রেটের অঙ্ক এসে যাচ্ছে ৷ এ ব্যাপারে এখনও পর্যন্ত নাইটদের থেকে সামান্য হলেও এগিয়ে সানরাইজার্স ৷

advertisement

কেকেআরের প্রথম একাদশ: ক্রিস লিন, সুনীল নারিন, শুভমান গিল, রবিন উথাপ্পা, নীতিশ রানা, রিঙ্কু সিং, দীনেশ কার্তিক ( অধিনায়ক), অ্যান্দ্রে রাসেল, প্রসীদ কষ্ণা, হ্যারি গার্নি, সন্দীপ ওয়ারিয়ার

মু্ম্বইয়ের দলেও দুটি পরিবর্তন

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
#IPL2019: MI vs KKR: পান্ডিয়া ভাইদের দাপট কেকেআরকে প্রাথমিক ধাক্কা দিল মুম্বই, আউট দীনেশ কার্তিকও