ধীরে চলো নীতিতে খেলে আইপিএলের প্রথম ম্যাচে জয় হাসিল করে নিল সিএসকে ৷ মাত্র ৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে কখনই ম্যাচে আগ্রাসন দেখায়নি মহেন্দ্র সিং ধোনির ছেলেরা ৷
অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে সতর্ক সিএসকে ৷ RCB কে ব্রেক থ্রু দিলেন যজুবেন্দ্র চাহাল ৷ শেন ওয়াটসনকে আউট করে দিলেন তিনি ৷
advertisement
আইপিএল কেরিয়ারে ৫০০০ রান করে ফেললেন সুরেশ রায়না ৷এদিকে ৫০০০ রান করার পর ১৯ রানে আউট হয়ে যান রায়না ৷ মইন আলির শিকার তিনি ৷
এদিকে ঘরের মাঠে খেতাব রক্ষার লড়াইতে নামা চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ৷
RCB -র হয়ে ওপেন করলেন বিরাট কোহলি এবং পার্থিব প্যাটেল ৷ এবারের আইপিএলের প্রথম চার মারলেন পার্থিব ৷ আইপিএলে কেরিয়ারের ১৫০ তম ম্যাচ খেলছেন চেন্নাই সুপার কিংসের হরভজন সিং৷
এদিকে শুরুতেই বড় ধাক্কা আরসিবি শিবিরে ৷ হরভজন সিংয়ের বলে রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ আউট হলেন বিরাট কোহলি ৷ মাত্র ৬ রানেই প্যাভিলিয়নে ফেরত আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ৷ফের কামাল হরভজন সিংয়ের ৷ মইন আলি নেমে বিধ্বংসী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু তাঁকে মাত্র ৯ রান প্যাকআপ করে দিলেন ভাজ্জি ৷
হরভজন সিংয়ের বলে ইমরান তাহির ক্যাচ ফেললেও কোনও ভুল করলেন না রবীন্দ্র জাডেজা ৷ এবি ডিভিলিয়ার্সকে ৯ রানে আউট করে দিলেন ভাজ্জি জাডেজা জুটি ৷ ঠিক বিরাট কোহলিকে আউট করার ঢঙেই আউট করলেন প্রোটিয়া তারকাকে ৷
শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন হেটমেয়ার ৷ ধোনি ও রায়না জুটিতে রান আউট করে দেন আরসিবি ক্রিকেটারকে ৷কিউয়ি ক্রিকেটার কলিন ডি গ্রাহামকে আউট করে দিলেন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাডেডা ৷ স্টাম্পিংয়ের মাস্টার ধোনি-র ফের বাজিমাত নভদীপ সাইনি আউট হলেন ইমরান তাহিরের বলে ৷ দলের স্কোর তখন ৫৩/৭৷
নিজের তিন নম্বর উইকেটে পকেটে পুড়ে ফেললেন ইমরান তাহির ৷ ৪ রানে যজুবেন্দ্র চাহালকে আউট করে দিলেন তাহির ৷ ক্যাচ নেন হরভজন সিং৷ উমেশ যাদব বোল্ড রবীন্দ্র জাডেজার বলে ৷ ১ রান করে আউট হলেন তিনি ৷