এর চেয়ে বড় খবর আর কি হতে পারে শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য? করোনাভাইরাসের কারণে ২০২০ সালে আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। দর্শকশূন্য অবস্থায় দেশটির তিনটি ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজায় হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ। এর মধ্যেই ২০২১ মৌসুমে আইপিএলে বাড়ানো হয় দুটি দল—গুজরাত ও লখনউ।
করোনাভাইরাসের আগের সময়ের ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে ফিরছে আইপিএল। পরের মৌসুম থেকে ১০টি দল নিজেদের ও প্রতিপক্ষের নির্দিষ্ট ভেন্যুতেই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে, এমন জানিয়ে রাজ্য সংস্থাগুলোকে চিঠি দিয়েছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, জানিয়েছে পিটিআই।
advertisement
আগামী বছরের শুরুতে মেয়েদের আইপিএল শুরু হবে বলেও জানিয়েছেন সৌরভ। ওই মৌসুমে ১০ দলের আইপিএল শুরু হয়েছিল ভারতেই, খেলা হওয়ার কথা ছিল দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ ও চেন্নাইয়ের চারটি ভেন্যুতে। তবে দলগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর স্থগিত করা হয় সেটি।
আবারও আইপিএল নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এরপর গত মৌসুমে আইপিএল হয় মুম্বাইয়ের তিন ভেন্যু ওয়াংখেড়ে, নাবি মুম্বই ও ব্র্যাবোর্ন আর পুনে, কলকাতা ও আহমেদাবাদে। আইপিএল ভারতের সব মাঠে হবে শুনে ইতিমধ্যেই সারা দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আবার সেই চেনা সন্ধ্যা এবং রাত ফিরতে চলেছে দেশের বিভিন্ন ক্রিকেট মাঠে।