আইপিএল-এর দল লখনউ সুপার জায়ান্টস-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার দাদা আরও এক নামী শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা স্বয়ং সমাজমাধ্যমে এমনই দাবি করেছেন৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি শুনলাম একটি নয়, আইপিএল-এর দুটি দল বিক্রি হতে চলেছে৷ আরসিবি এবং আরআর৷ এটা স্পষ্ট যে এই দলগুলির বাজারে যে দর তৈরি হয়েছে, তাকেই কাজে লাগাতে চাইছে সবাই৷ ফলে দুটি দল কিনতেই অন্তত ৪ থেকে ৫ জন আগ্রহী ক্রেতার খোঁজ পাওয়া যাবে৷ সফল ক্রেতা কারা হবে, পুণে, আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দল কেনা হবে?
advertisement
IPL Auction 2026(আইপিএল নিলাম ২০২৬) LIVE Updates in Bangla
২০২৪ সালে জানা গিয়েছিল, এই মুহূর্তে আইপিএল-এর দলটির মালিকানার ৬৫ শতাংশ রয়েছে রয়্যাল স্পোর্টস গ্রুপ (এমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেড)৷ এ ছাড়াও লাচলান মুরডোচ এবং রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স-এর মতো অংশীদারদের হাতেও অল্প মালিকানা রয়েছে৷
আরসিবি-র বর্তমানে যে সংস্থার হাতে রয়েছে সেই দিয়াজিও গত ৫ নভেম্বর জানিয়েছিল যে তারা বেঙ্গালুরু দলটি বিক্রির প্রক্রিয়া শুরু করেছে৷ গত ১ অক্টোবর প্রথম এক্স হ্যান্ডেলে পোস্ট করে বেঙ্গালুরু দলটি বিক্রি হবে বলে ইঙ্গিত দেন শিল্পপতি আদর পুনাওয়ালা৷
ফোর্বস ম্যাগাজিনের দাবি অনুযায়ী বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন নির্মাতা সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র সিইও আদর পুনেওয়ালার পরিবার প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক৷
দ্য টাইমস অফ ইন্ডিয়া-র একটি প্রতিবেদন অনুযায়ী, পুনাওয়ালা, কামাথ এবং পাই-এর মিলিত একটি কনসোর্টিয়াম আরসিবি-র মালিকানা হাতে নেওয়ার জন্য দরপত্র জমা দিতে পারে৷ ২০২২ সালের ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, তিন বছর আগে আরসিবি-র বাজারদর ছিল ১ বিলিয়ন ডলার৷ কিন্তু গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সেই দর অনেকটাই বাডা়র কথা৷
