বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস-এর মধ্যে ম্যাচ আশঙ্কার কারণে বাতিল হয়। পাকিস্তানের তরফ থেকে বিমান ও ড্রোন হামলার হতে পারে, এই আশঙ্কায় ১০.১ ওভারের পরই বন্ধ করে দিতে হয় খেলা।
এই হামলার কারণে জম্মু, পাঠানকোট ও উধমপুরে ব্ল্যাকআউট করতে হয়, যা ধর্মশালার কাছাকাছি এলাকায় অবস্থিত। এর পর থেকেই পুরো টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এই স্থগিতাদেশের ফলে আইপিএল ২০২৫-এর মোট ১৬টি ম্যাচ বাকি থাকল, যার মধ্যে রয়েছে ১২টি লিগ ম্যাচ ও ৪টি প্লে-অফ ম্যাচ।
advertisement
আরও পড়ুন- রোহিতের অবসরে আবেগঘন প্রতিক্রিয়া স্ত্রী রীতিকার! মুহূর্তে ভাইরাল ইনস্টাগ্রাম স্টোরি
দেশের পাশে দাঁড়ানোর জন্য BCCI আইপিএল ২০২৫ (IPL 2025) তৎক্ষণাৎ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ধর্মশালার ম্যাচ বাতিল হওয়ার পর লিগে অংশগ্রহণকারী একাধিক বিদেশি খেলোয়াড় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। উল্লেখ্য, পাহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৭ জনের মৃত্যুর পর পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-এ ৯টি বড় সন্ত্রাসবাদী ঘাঁটিতে নিখুঁত হামলা চালায় ভারত।
প্রতিশোধ নিতে পাকিস্তান ৮ মে উত্তর ও পশ্চিম ভারতের কয়েকটি সামরিক ঘাঁটিকে নিশানা করার চেষ্টা করে, যার উপযুক্ত ও কার্যকর জবাব ভারতীয় সেনা দিয়েছে।
এর আগে আইপিএল (IPL) ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর সময় মাঝপথে বন্ধ করা হয়েছিল। ৪ মে ২০২১, মঙ্গলবার আইপিএল ২০২১-কে স্থগিত করা হয়। কারণ একাধিক বায়ো-বাবল লঙ্ঘন এবং খেলোয়াড় ও কর্মীদের মধ্যে বাড়তে থাকা কোভিড সংক্রমণ ঘটেছিল সেবার। স্থগিত হওয়ার আগে পর্যন্ত টুর্নামেন্টে মাত্র ২৯টি লিগ ম্যাচ খেলা হয়েছিল।
আইপিএল ২০২১ আবার শুরু হয় ১৯ সেপ্টেম্বর ২০২১। দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস-এর মধ্যে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। পরে দুবাইয়ে ১৩টি, শারজায় ১০টি ও আবু ধাবিতে ৮টি ম্যাচ খেলা হয়। আইপিএল ২০২১ শেষ হয় ১৫ অক্টোবর ২০২১-এ, যেখানে ফাইনালে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
BCCI-র সহ-সভাপতি রাজীব শুক্লা IPL ২০২৫ নিয়ে বলেন, “আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি, সরকারের সঙ্গে পরামর্শ করছি। পরিস্থিতি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। আমাদের যা জানানো হবে, আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব। সমস্ত স্টেকহোল্ডারদের তা জানিয়ে দেওয়া হবে। বর্তমানে, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল সব খেলোয়াড়, সমর্থক এবং স্টেকহোল্ডারদের নিরাপত্তা নিশ্চিত করা।”