রোহিতের অবসরে আবেগঘন প্রতিক্রিয়া স্ত্রী রীতিকার! মুহূর্তে ভাইরাল ইনস্টাগ্রাম স্টোরি

Last Updated:

Ritika Sajdeh Emotional Reaction After Rohit Sharma Retirement: লাল বলের ক্রিকেট কেরিয়ারে ইতি টানার পর রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেহ সোশ্যাস মিডিয়ায় আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন। যা মুহূর্তের মধ্য়ে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

News18
News18
আইপিএলের মাঝেই আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। লাল বলের ক্রিকেটে তাঁর কেরিয়ারে ইতি টানার পর রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেহ সোশ্যাস মিডিয়ায় আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন। যা মুহূর্তের মধ্য়ে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
আসন্ন ইংল্যান্ড সফরের আগে রোহিত দীর্ঘতম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের অধিনায়ক রোহিত ইনস্টাগ্রামে তার অবসরের কথা জানান। তিনি ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন যে দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলা তার জন্য সম্মানের।
রোহিতের হঠাৎ অবসরে ক্রিকেট মহলে বিস্ময় সৃষ্টি হয় এবং সবাই তার টেস্ট কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করেন। রোহিতের স্ত্রী ঋতিকা তার অবসর নিয়ে ইনস্টাগ্রাম স্টোরি রিপোস্ট করে একটি ভাঙা হৃদয় ও স্যালুট ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানান। রোহিতের সিদ্ধান্তকে সমর্থম জানালেও কতটা ব্যথিত ঋতিকা তা বুঝিয়ে দেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, রোহিত শর্মা ২৪টি টেস্টে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন। যার মধ্যে ১২টিতে জয়, ৯টিতে হার এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। তিনি এমএস ধোনির পর একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র করেছেন। রোহিত ২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক করেন এবং প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি করেন। তিনি ভারতের টেস্ট ইতিহাসে ১৬তম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কেরিয়ার শেষ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোহিতের অবসরে আবেগঘন প্রতিক্রিয়া স্ত্রী রীতিকার! মুহূর্তে ভাইরাল ইনস্টাগ্রাম স্টোরি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement