TRENDING:

IPL Playoff Fixture: আরসিবি ভেস্তে দিল গুজরাতের স্বপ্ন, বিরাটদের ক্লিনিক্যাল পারফরম্যান্সে শুভমানদের প্ল্যানিং-এ সিমেন্ট

Last Updated:

IPL playoffs schedule 2025: আইপিএল প্লে অফে এই কাজ করে পুরো সমীকরণ বদলে দিলেন বিরাটরা

advertisement
নয়াদিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) মঙ্গলবার লখনউ সুপার জায়ন্টসকে ৬ উইকেটে হারিয়েছে৷ এলএসজি-র করা ২২৭ রানের টার্গেট ৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়৷  আইপিএল ২০২৫-এর সবচেয়ে বড় রান তাড়া করে জেতার ফলে গুজরাত টাইটান্সের স্বপ্ন ভেঙেছে আরসিবি৷ এই ম্যাচের আগে পয়েন্ট টেবলের ৩ নম্বরে ছিল আরসিবি আর এই ম্যাচ অনায়াসে জিতে রানরেট ভাল করে তারা পয়েন্ট টেবলের প্রথম দুইয়ের মধ্যে ঢুকে পড়ে৷
আরসিবি বনাম পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স হল প্লে অফের ক্রীড়াসূচি
আরসিবি বনাম পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স হল প্লে অফের ক্রীড়াসূচি
advertisement

আরসিবি দ্বিতীয় স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে, গুজরাত টাইটান্স তৃতীয় স্থানে নেমে গেল এবং তাদের কোয়ালিফায়ার-১ ম্যাচে খেলার স্বপ্নও ভেস্তে যায়৷

আইপিএলে, পয়েন্ট টেবিলের শীর্ষ ৪টি দল প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে। শীর্ষ-২ দল প্লে  অফ থেকে ফাইনালে যাওয়ার দুটো সুযোগ পায়৷  কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটি লিগ পয়েন্ট টেবলের  প্রথম দুটি দল খেলে। এর বিজয়ী দল সরাসরি ফাইনালে যায়, আর পরাজিত দল কোয়ালিফায়ার-২ খেলার সুযোগ পায়। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলাটি এলিমিনেটর হয় যাতে যে হারে তার এবারের মতো আইপিএল ফাইনালে খেলার স্বপ্নে ফুলস্টপ পড়ে যায়৷ অন্যদিকে এই ম্যাচে যারা জেতে তাদের ফের খেলতে হয়, যারা  প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে খেলে এবং যার বিজয়ী দল হয়  ফাইনালিস্ট হয়।

advertisement

আরও পড়ুন – Low Pressure In Bay Of Bengal: ঘনিয়েছে তুমুল দুর্যোগ, তোলপাড় হবে বঙ্গোপসাগর, জেলায় জেলায় তুমুল হাওয়া, প্রবল বৃষ্টির অ্যালার্ট

এই কারণেই আইপিএলে শীর্ষ-৪-এ পৌঁছানোর পর, টপ ২ থেকে কারা ফিনিশ করবে সেই লড়াই শুরু হয়। এই লড়াইয়ে আরসিবি গুজরাত টাইটান্সকে পেছনে ফেলে দিয়েছে। যদি আরসিবি দল পঞ্জাব কিংসের কাছে হেরে যেত, তাহলে তারা তৃতীয় স্থানেই থাকত। ১৮ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স এর ফলে উপকৃত হতো। বর্তমানে পঞ্জাব কিংস এবং আরসিবি ১৯-১৯ পয়েন্ট নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। গুজরাট টাইটান্স তৃতীয় এবং মুম্বই ইন্ডিয়ান্স (১৬) চতুর্থ স্থানে রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

আইপিএলের ৭০টি লিগ ম্যাচই খেলা হয়েছে। এখন প্লে-অফের ম্যাচগুলি ২৯ মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে। এতে, প্রথম ম্যাচটি হবে আরসিবি এবং পঞ্জাব কিংসের মধ্যে। এটি একটি কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ হবে। পরের দিন অর্থাৎ ৩০ মে, এলিমিনেটর খেলা হবে গুজরাত টাইটান্স  এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। কোয়ালিফায়ার-২ খেলা হবে ১ জুন। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ৩ জুন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL Playoff Fixture: আরসিবি ভেস্তে দিল গুজরাতের স্বপ্ন, বিরাটদের ক্লিনিক্যাল পারফরম্যান্সে শুভমানদের প্ল্যানিং-এ সিমেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল