চারবারের IPL চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও এবছর ঋতুরাজ গায়কোয়াড়কে ধরে রেখেছে। চেন্নাই পরের মরশুমের জন্য মোট চারজন ক্রিকেটারকে রিটেন করেছে। তাঁরা হলেন রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি) এবং ঋতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)। ১৬ ম্যাচে তিনি মোট ৬৩৫ রান করেন। সেকারণেই তাঁর মাথায় কমলা টুপি পরিয়ে দেওয়া হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তিনি এই সম্মান অর্জন করেছেন।
advertisement
আপাতত চেন্নাই সুপার কিংস দলের অবিচ্ছেদ্য অংশ হলেন ঋতুরাজ। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের প্রশংসা করেছেন দলের সতীর্থ থেকে সমর্থকেরা। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় ক্রিকেট দলে ঋতুরাজের জায়গা না হওয়ায়, অনেকেই প্রশ্ন তুলেছিলেন। অনেকে আবার তাঁকে চেন্নাই সুপার কিংস দলে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরী হিসেবেও চিন্তাভাবনা করছে। বুধবার রাতে বিসিসিআই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে দল ঘোষণা করেছে, তাতে একদিনের টিমে জায়গা হয়েছে ঋতুর।
প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙ্গসরকার মনে করেন শিখর ধাওয়ান ভাল খেললেও দক্ষিণ আফ্রিকায় দুটো ম্যাচে সেরম কিছু করতে না পারা শ্রেয়স আইয়ারের জায়গায় অন্তত একটি ম্যাচে দেখে নেওয়া যেতে পারত ঋতুরাজকে। একজন ব্যাটসম্যানকে জীবনের সেরা ছন্দ থাকতে থাকতেই ব্যবহার করতে হয়। ভারতীয় বোর্ডের উচিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেই ঋতুরাজকে সুযোগ দেওয়া।
ওপেন করা ছাড়াও প্রয়োজনে তিন নম্বরেও খেলতে পারেন মহারাষ্ট্রের এই ব্যাটসম্যান। তার ব্যাটিং সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে স্বয়ং সুনীল গাভাসকার। মহেন্দ্র সিং ধোনি বলে দিয়েছেন ঋতুরাজ ভবিষ্যতের তারকা। অতীতে শ্রী লঙ্কা সফরে দুটি টি টোয়েন্টি ম্যাচে ৩৫ রান করেছিলেন তিনি।
তাকে ছোট ফরম্যাটের থেকেও ৫০ ওভারের জন্য আদর্শ মনে করছেন নির্বাচকরা। টেকনিক্যালি ভুল খুঁজে পাওয়া মুশকিল। হাতে রয়েছে সব ধরনের শট। লম্বা ইনিংস খেলতে পারেন। এখন দেখার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সুযোগ পান কিনা ঋতুরাজ।