TRENDING:

ECB Sorry : টেস্ট বাতিলের পেছনে ভিলেন আইপিএল, নিশ্চিত ভন থেকে হার্মিসন

Last Updated:

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথারটনের কথার পরই টেস্ট বাতিল হওয়ার পেছনে আইপিএলকে জায়গা করে দেওয়ার প্রসঙ্গ বেশি আলোচনায় আসে। স্কাই স্পোর্টসে আথারটন বলেছিলেন, ‘এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আইপিএল। খেলোয়াড়েরা ওই টুর্নামেন্টে খেলতে পারবে কি না, সেটা নিয়ে ভাবছে"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

কিন্তু শেষ পর্যন্ত গতকাল ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে এসে জানানো হল, ম্যাচ পরিত্যক্ত! শেষ পর্যন্ত এই ম্যাচের ভাগ্যে কী আছে, ম্যাচটা আর হবে কি না, হলেও কবে, সে সিদ্ধান্ত এখনো জানা যায়নি। কিন্তু সে তো ভবিষ্যতের আলোচনা। ম্যাচটা কেন এভাবে পরিত্যক্ত ঘোষিত হল, তা নিয়ে আলোচনাই এখনো শেষ হয়নি! ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গতকাল পঞ্চম টেস্ট বাতিল হওয়ার পেছনে আইপিএলের ভূমিকা ছিল কি না, এ নিয়ে বিতর্কও বেশ ভালোভাবে উঠেছে।

advertisement

ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্রধান টম হ্যারিসন অবশ্য জানিয়ে দিয়েছেন, এখানে আইপিএলের ভূমিকা নেই! ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথারটনের কথার পরই টেস্ট বাতিল হওয়ার পেছনে আইপিএলকে জায়গা করে দেওয়ার প্রসঙ্গ বেশি আলোচনায় আসে। স্কাই স্পোর্টসে আথারটন বলেছিলেন, ‘এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আইপিএল। খেলোয়াড়েরা ওই টুর্নামেন্টে খেলতে পারবে কি না, সেটা নিয়ে ভাবছে। আর বিসিসিআই (ভারতের ক্রিকেট বোর্ড) যে টুর্নামেন্টটা নিয়ে ভাবছে, সেটা নিয়ে তো কোনো সন্দেহই নেই।’

advertisement

একই মন্তব্য করেছেন প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এবং পেসার স্টিভ হার্মিসন। তাঁরা দুজনেই জানিয়েছে ব্যবসার কথা মাথায় রেখে ভারতের টেস্ট না খেলার সিদ্ধান্ত ক্রিকেটীয় স্পিরিটের বিরোধী। ভারতীয় বোর্ড তড়িঘড়ি ক্রিকেটারদের ইংল্যান্ড থেকে বের করে আরবে নিয়ে এসেছে কারণ সেখানে ছয় দিন কোয়ারেন্টাইন থাকতে হয়। সাত দিন বাদে শুরু আইপিএল। পয়সার খেলায় না খেলতে পারলে চলবে কী করে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একেই মাঝপথে টুর্নামেন্ট বন্ধ হওয়ার ফলে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছিল বোর্ডের। তাই এবার টুর্নামেন্ট সম্পন্ন করতে চায় বিসিসিআই। ইংলিশ বোর্ড জানিয়ে দিয়েছে এবারের টুর্নামেন্টে আর খেলা হবে না বাটলার, মালান, বেয়ারস্টো, ক্রিস ওকসদের। যদিও মোট ১০ জন ইংলিশ ক্রিকেটার খেলবেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্ণামেন্টে।

বাংলা খবর/ খবর/খেলা/
ECB Sorry : টেস্ট বাতিলের পেছনে ভিলেন আইপিএল, নিশ্চিত ভন থেকে হার্মিসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল