আইপিএল ২০২৪ মিনি নিলাম ১৯ ডিসেম্বর হবে এবং খবর কেকেআর তাদের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে পারে। পাশাপাশি ৫ জন ক্রিকেটারকেও ছেড়ে দিতে পারে কলকাতার ফ্রাঞ্চাইজি দলটি৷
আরও পড়ুন – Stop Clock: আর করা যাবে না দেরি, পেনাল্টি হিসেবে বিপক্ষ পাবে ৫ রান, জেনে নিন নয়া নিয়ম
advertisement
আইপিএল ২০২৩-এ কেকেআর দলের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের পারফরম্যান্স মোটেই দাগ কাটতে পারেনি। আন্দ্রে রাসেল ২০২৩ সালের আইপিএলে ১৪ টি ম্যাচ খেলেছিলেন। মাত্র ২০ গড়ে ২২৭ রান করেন। বোলিংয়েও তিনি ফ্লপ শো-ই দিয়েছিলেন৷ ১১-র বেশি ইকোনমিতে রান দিয়েছেন এবং মাত্র ৭ উইকেট নিয়েছিলেন৷
ফলে এখন জোর জল্পনা আইপিএল নিলামের আগে কেকেআর দল তাঁকে ছেড়ে দিতে পারে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে দলটি আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে পারে এবং পরে প্রয়োজন হলে নিলামে কম দামে তাঁকে দলে ফের নিতে পারে। KKR মালিক শাহরুখ খান আইপিঅল ২০২৪ এর আগে কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন৷
৫ ক্রিকেটারকেও ছেড়ে দিতে পারে
আইপিএল ২০২৩-এ KKR পয়েন্টঅবস্থানে উপস্থিত ছিল। যার কারণে এবার মিনি নিলামের আগেই দল থেকে প্রায় পাঁচজন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারেন শাহরুখ খান। যাঁর মধ্যে অলরাউন্ডার প্লেয়ার ডেভিড ভিজে, ভারতীয় ফাস্ট বোলার কুলবন্ত খেজরোলিয়া, বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস, টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার উমেশ যাদব এবং নিউজিল্যান্ড দলের ফাস্ট বোলার টিম সাউদির নাম থাকতে পারে।