অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে পারফর্ম করে রাতারাতি ক্যারিয়ার বদলে গেছে অনেকের। কিন্তু কথা যদি হয় আইপিএল নিয়ে, সেখানে সুযোগ পেতে বোধ হয় ভাগ্যেরও ছোঁয়া লাগে। বিগ ব্যাশের টুর্নামেন্টসেরা ক্রিকেটার বেন ম্যাকডরমটই যেমন এবার উপেক্ষিত থেকে গেলেন আইপিএলের নিলামে। অসি উইকেটকিপার ব্যাটারকে কেনার আগ্রহই দেখায়নি কোনো দল। আইপিএলের আগে বিগ ব্যাশে ১৩ ম্যাচে ৫৭৭ রান করেছিলেন ম্যাকডরমট।
advertisement
২৭ বছর বয়সী অসি তারকা টুর্নামেন্টসেরাও হন। তাই এবারের আইপিএলে সুযোগ পাওয়ার বিষয়ে বেশ আশাবাদী ছিলেন। নিলামের আগে ম্যাকডরমট আইপিএলে অংশগ্রহণের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছিলেন, এবারের আইপিএলের জন্য আমি মুখিয়ে রয়েছি। আইপিএল দেখাটাই একটা দারুণ ব্যাপার। তবে আমি আইপিএলে খেলতে পারব কি না, সেটা পুরোটাই নির্ভর করছে, যারা দলের দায়িত্বে রয়েছে তাদের ওপর।
ম্যাকডরমটের ইচ্ছে পূরণ হল না। নিলামে কেউ তার জন্য দর হাঁকালেন না। অবিক্রিত থাকতে হলো বিগ ব্যাশের মতো টুর্নামেন্টের মঞ্চ মাতানো কিপার-ব্যাটারকে। অথচ শুধু বিগ ব্যাশ নয়, অস্ট্রেলিয়ার জার্সিতে চলতি শ্রীলঙ্কা সিরিজেও ভাল খেলেছেন ম্যাকডরমট। প্রথম টি-টোয়েন্টিতে মূলত তার ৫৩ রানে ভর করেই ম্যাচ জেতে অসিরা। কিন্তু কোনো কিছুই নজর কাড়তে পারেনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের।