বোর্ডের নিয়ম অনুয়ায়ী যে ক্রিকেটাররা ৩ ফরম্যাটেই খেলেন তারাই এ প্লাস ক্যাটেগরিতে থাকতে পারেব। গতবার পর্যন্ত রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ এ প্লাস ক্যাটেগরিতে ছিলেন। কিন্তু গত বছর টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাট থেকে অবসর নেন রোহিত-বিরাট-জাদেজা। তারপর থেকেই জল্পনা শুরু হয় নতুন বোর্ড চুক্তিতে কোন ক্যাটেগরিতে থাকবেন তারা।
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা তিনজনই পুনরায় বহাল থাকতে চলেছেন এ প্লাস ক্যাটেগরিতে। এমনটা হলে তা বোর্ডের নিয়ম বিরুদ্ধে হবে বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এমনটা হলে খারাপ বার্তাও যাবে বলে মনে করছেন অনেকে। তবে বিরাট-রোহিতদের এ প্লাস গ্রেডে থাকাটা প্রায় পাকা।
আরও পড়ুনঃ IPL 2025: নিলামে পাননি দল, ছাড়তে চেয়েছিলেন দেশ, সেই তিনিই এখন আইপিএল সেরা
এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়স আইয়ারের ফেরাটাও একপ্রকার পাকা। বোর্ডের অবাধ্য হওয়াক গতবার চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু কেকেআরকে আইপিএল জেতানো, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের ট্রফি জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সবদিক বিচার করে শ্রেয়সকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরাচ্ছে বোর্ড।