TRENDING:

Ms Dhoni: 'তোমাকে ভালবাসি...দয়া করে আর আইপিএল খেলো না!' ধোনির 'বিদায়' চান কিংবদন্তি

Last Updated:

Adam Gilchrist on Dhoni- ধোনি এই সিজনে যা পারফর্ম করেছেন, তার পর বেশিরভাগ লোক তাঁকে আর আইপিএলে দেখতে চান না। এই তালিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের নামও যুক্ত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি : চেন্নাই সুপার কিংস (CSK) এর পারফরম্যান্স এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুবই খারাপ হয়েছে। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি হতাশ করেছেন। সেই কারণেই তাঁর অবসরের দাবি উঠছে। টুর্নামেন্টের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে শুরু করা দল প্লে-অফের দৌড় থেকে বাদ পড়ার পরিস্থিতিতে রয়েছে।
News18
News18
advertisement

CSK পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে রয়েছে। ধোনি এই সিজনে যা পারফর্ম করেছেন, তার পর বেশিরভাগ লোক তাঁকে আর আইপিএলে দেখতে চান না। এই তালিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের নামও যুক্ত হয়েছে।

আরও পড়ুন- আঙুলে সেলাই পড়েছে রাহানের! কী হবে কেকেআর অধিনায়কের? নাইট তারকা যা জানালেন…

advertisement

CSK এর ব্যাটসম্যানদের খারাপ ফর্ম দলকে সমস্যায় ফেলেছে। সিজনের মাঝখানে অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড় কনুইয়ের চোটের কারণে বাইরে চলে যান। মহেন্দ্র সিং ধোনিকে আবার অধিনায়ক করা হয়। তিনি এখনও পর্যন্ত খেলা ৯টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছেন।

অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের মতে, CSK কে পরের সিজনের জন্য দলকে নতুন করে প্রস্তুত করা উচিত। ধোনি সেই খেলোয়াড়দের মধ্যে একজন যাঁকে এবার দল ছাড়তে হবে। তিনি পরামর্শ দিয়েছেন, ধোনির এবার অবসর নেওয়া উচিত।

advertisement

আরও পড়ুন- মাঠেই সপাটে চড়, ক্রিকেটারের কান্না! ১৭ বছর পর আইপিএলে আবার এক ঘটনা!

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

গিলক্রিস্ট ক্রিকবাজ-কে বলেছেন, “এসএম ধোনির আর কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। তিনি যা কিছু সম্ভব তা অর্জন করেছেন। তিনি জানেন কী করতে হবে, কিন্তু আমি বলছি, ভবিষ্যতের কথা ভেবে। পরের বছর আইপিএলে আর ধোনির থাকার প্রয়োজন নেই। আমি তোমাকে ভালোবাসি এমএস। তুমি একজন চ্যাম্পিয়ন, আইকন।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ms Dhoni: 'তোমাকে ভালবাসি...দয়া করে আর আইপিএল খেলো না!' ধোনির 'বিদায়' চান কিংবদন্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল