IPL 2025: মাঠেই সপাটে চড়, ক্রিকেটারের কান্না! ১৭ বছর পর আইপিএলে আবার এক ঘটনা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
আইপিএলে ম্যাচ জিতে হরভজন সিংয়ের সামনে উচ্ছ্বাস দেখাতে যান শ্রীসন্থ। আর তখনই মেজাজ হারিয়ে শ্রীসন্থকে সপাটে চড় মারেন ভাজ্জি। সঙ্গে সঙ্গে মাঠেই কাঁদতে দেখা যায় শ্রীসন্থকে।
কলকাতা: আইপিএলের তখন প্রথম মরশুম। মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে যা পঞ্জাব কিংস) ম্যাচ। সেই ম্যাচেই বিতর্কিত ঘটনাটি ঘটে। ম্যাচ জিতে হরভজন সিংয়ের সামনে উচ্ছ্বাস দেখাতে যান শ্রীসন্থ। আর তখনই মেজাজ হারিয়ে শ্রীসন্থকে সপাটে চড় মারেন ভাজ্জি। সঙ্গে সঙ্গে মাঠেই কাঁদতে দেখা যায় শ্রীসন্থকে। তবে তার পরও হরভজনের রাগ কমেনি। এমন ঘটনার পর স্তম্ভিত হন ক্রিকেটার থেকে শুরু কর দর্শকরা। তার পর বিস্তর জলঘোলা হয়। শাস্তি হয় ভাজ্জির। এর পর হরভজনকে ৫ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়।
এমন জঘন্য ঘটনার পর কেটে গিয়েছে এক যুগেরও বেশি সময়। বারবার সেই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ভাজ্জিকে। সেই ঘটনার বহু বছর পর হরভজন মেনে নেন, তিনি সেদিন বড় ভুল করেছিলেন। ভাজ্জি বলেন,’সেদিন যা ঘটেছিল, তা ভুল ছিল। আমি বড় ভুল করে ফেলেছিলাম।’’ যদিও শ্রীসন্থের সঙ্গে মিটমাট হয়ে যায় তাঁর। এর পর বিভিন্ন মঞ্চে তাঁদের একসঙ্গে দেখা যায় আবার। তবে সেই ঘটনার জন্য এখনও অনুতাপ রয়েছে হরভজনের। আর সেটা তিনি মেনেও নেন।
advertisement
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার তারকার বোনের সঙ্গে প্রেম রোহিতের! দাদার হুমকি হিটম্যানকে! তারপর যা ঘটে
সেই ঘটনার এত বছর পর আইপিএলে আবার চড় কাণ্ড! এবার কুলদীপ যাদব ও রিঙ্কু সিংয়ের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি-কলকাতা। প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখল কলকাতা। নাইটরা এদিন দিল্লির বিরুদ্ধে জেতে।তবে ম্যাচের পর বিতর্ক ডেকে আনলেন দিল্লির কুলদীপ। ম্যাচ শেষের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে দেখা যায় দুই দলের খেলোয়াড়েরা পরস্পর কথাবার্তা, ঠাট্টা-ইয়ার্কি করছেন। কুলদীপ আর রিঙ্কুকেও আড্ডা মারতে দেখা যায়। মজার ছলেই কথা বলছিলেন দুজন। হঠাৎ রিঙ্কুকে চড় মেরে বসেন কুলদীপ। হতভম্ব হয়ে যান রিঙ্কু। কী বলবেন বুঝে উঠতে পারিছেলেন না।
advertisement
advertisement
আরও পড়ুন- আইপিএলে বোলার রোহিতের রয়েছে এমন রেকর্ড, যা কোনও ভারতীয়র নেই! জন্মদিনে জানুন সেই অজানা নজির
কয়েক সেকেন্ড বাদে ফের চড় মারেন কুলদীপ। রাগের মাথায় কিছু বলতে যাচ্ছিলেন রিঙ্কু। কিন্তু সেখানেই ভিডিওর ইতি। এই ক্লিপ বিনা অডিও-র ছিল। ফলে কে কী বলেছেন, তা বোঝা যায়নি। কিন্তু ভিডিও ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তদন্তের দাবি জানিয়েছেন। এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। ওই ভিডিওতে কেকেআর শিবির সাফ জানিয়েছে, বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করার মানে হয় না। আসলে এটা দুই বন্ধুর খুনসুঁটি। মাঠের ঘটনা মাঠেই মিটে গিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 5:21 PM IST