কোভিড নতুন করে মাথাচাড়া দেওয়ার পর খেলার মাঠে তা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এমনকী আইপিএলে হানা দিয়েছে কোভিড। আক্রান্ত হয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটার ট্রেভিস হেড। কোভিড আক্রান্ত হওয়ায় ১৯ মে এলএসজির বিরুদ্ধে ম্য়াচও মিস করেছিলেন তিনি। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়ে দিয়েছিলেন এসআরএইচ কোচ।
মাত্র ৩ দিনের মধ্যেই কোভিড মুক্ত হয়ে মাঠে ফিরলেন ট্রেভিস হেড। যার আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। আরসিবির বিরুদ্ধে ২৩ মে শুক্রবারের ম্যাচে দলের হয়ে নিজস্ব মেজাজেই ইনিংসের শুরু করেন অজি তারকা ব্যাটার। অসুস্থতা বা দুর্বলতার কোনও লেশ টুকুও দেখা যায়নি তারমধ্যে অনুশীলন বা ব্যাটিংয়ের সময়।
advertisement
আরও পড়ুনঃ Jasprit Bumrah: আইপিএলে এমন বিশ্বরেকর্ড গড়লেন বুমরাহ, যা বিশ্বে কোনও টি-২০ লিগে নেই
কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে খুব একটা আতঙ্কের কারণ নেই বলে বাবারবার জানিয়েছেন চিকিৎসকরা। তার বড় উদাহরণ হলেন ট্রেভিস হেড। যিনি মাত্র ৩ দিনে সুস্থ হয়ে ম্যাচ খেলতে নেমে পড়েন। তবে ডাক্তাররা মাস্ক ও স্যানিটাইজারের মত প্রাথমিক কিছু সুরক্ষা পদ্ধতি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। এছাড়া স্বাভাবিক জীবন ব্যহত হওয়ার কোনও কারণ নেই।