কথা্ হচ্ছে এবার আইপিএলে পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের। অজি কোচের তত্ত্বাবধানে পঞ্জাব এবার আইপিএলের শুরুটা ভালই করেছে। এবার প্রশ্ন হচ্ছে মাঠে জয়ের জন্য কঠোর লড়াই করা পন্টিং ভারতে এসে আবর্জনা কেন পরিষ্কার করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা খালি জল এবং এনার্জি ড্রিংকের বোতলগুলি তুলে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। পন্টিংয়ের মতো একজন কিংবদন্তি খেলোয়াড়কে এমনটা করতে দেখে নেটিজেনরা ভূয়সী প্রশংসা করছেন।
advertisement
প্রসঙ্গত, পাঞ্জাব কিংস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রিকি পন্টিং মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জল এবং এনার্জি ড্রিংকের বোতলগুলি সংগ্রহ করে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। এই ভিডিওটি পাঞ্জাব কিংসের অনুশীলনের শেষে তারা যখন সব বোতল ও খাবারের প্লেট ফেলে চলে গিয়েছিল তখনের। পন্টিং সেগুলিকে ডাস্টবিনে নিজের হাতে ফেলেন।
এই ভিডিও দেখে নেটিজেনরা কমেন্টে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ান দলে সুপারস্টার সংস্কৃতি নেই’। আরেকজন নেটাগরিক লিখেছেন,’দারুন কাজ রিকি ভাই।’ অনেকেই পাঞ্জাব কিংসের খেলোয়াড়দের রিকি পন্টিংয়ের কাছ থেকে শেখার পরামর্শ দিয়েছেন।