তাঁর 'খটাক' 'বাহ গুরু' কমেন্ট্রি ঝড় তুলেছে আইপিএলে! সিধুর স্যালারি কত? শিক্ষাগত যোগ্যতাই বা কতদূর? জেনে নিন

Last Updated:

Navjot Singh Sidhu Salary By BCCI: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর ব্যক্তিগত নানা বিষয় নিয়েও জানার কৌতুহল বাড়ছে ফ্যানেদের। এই প্রতিবেদনে তাঁর শিক্ষা ও স্যালারি সংক্রান্ত তথ্য তুলে ধরা হল।

News18
News18
কলকাতা: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিং সিধু দীর্ঘ বছর পর ফিরেছেন কমেন্ট্রিতে। চলতি আইপিএলের সিধুর ধারাভাষ্যের ধরণ মন জয় করে নিয়েছে সকলের। কথায় কথায় শায়েরি, তাঁর ছোট ছোট মন্তব্য খেলার মনোরঞ্জনকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে সিধুর ব্যক্তিগত নানা বিষয় নিয়েও জানার কৌতুহল বাড়ছে ফ্যানেদের। এই প্রতিবেদনে তাঁর শিক্ষা ও স্যালারি সংক্রান্ত তথ্য তুলে ধরা হল।
নভজ্যোত সিং সিধুর জন্ম ২০ অক্টোবর ১৯৬৩ সালে পাঞ্জাবের পাতিয়ালা শহরে । তাঁর পিতা সরদার ভগবন্ত সিং-ও একজন দক্ষ ক্রিকেটার ছিলেন এবং সেখান থেকেই সিধু ক্রিকেটের প্রতি অনুপ্রেরণা পান। সিধু পাতিয়ালার যাদবেন্দ্র পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মহিন্দ্রা কলেজ থেকে স্নাতক হন। এছাড়াও তিনি মুম্বইয়ের এইচআর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনোমিক্স থেকেও পড়াশোনা করেছেন।
advertisement
India.com-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের পেনশন দেয়। এই সূত্রে, সিধু প্রতি মাসে ৭০,০০০ টাকা পেনশন পান। এছাড়াও তাঁর আয়ের একাধিক উৎস রয়েছে। আইপিএলের ম্যাচগুলিতে ধারাভাষ্য দেওয়ার জন্যও তিনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। নবজ্যোত সিং সিধুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা।
advertisement
advertisement
প্রসঙ্গত, নভজ্যোত সিং সিধু ১৯৮১ সালে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে তাঁর কেরিয়ার শুরু করেন। এরপর ১৯৮৩ সালে ভারতীয় জাতীয় দলে খেলার সুযোগ পান। তিনি অধিকাংশ সময় ওপেনার হিসেবে দলে খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং ২০০৪ সালে অমৃতসর সাংসদ নির্বাচিত হন। তাঁর স্ত্রীর নাম নভজ্যোত কৌর সিধু এবং তাঁদের দুই সন্তান রাবিয়া সিধু ও পুত্র করণ সিধু।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
তাঁর 'খটাক' 'বাহ গুরু' কমেন্ট্রি ঝড় তুলেছে আইপিএলে! সিধুর স্যালারি কত? শিক্ষাগত যোগ্যতাই বা কতদূর? জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement