এবার আইপিএল শেষে নতুন ইতিহাস লেখা হতে পারে। ফাইনালে উঠে বসে আছে আরসিবি। আর এদিন মুম্বই ছুটি করে দিল গুজরাতের। এবার হার্দিক পান্ডিয়ার মুম্বই খেলবে কোয়ালিফায়ার ২। পরিস্থিতি বেশ মজাদার। আরসিবি ট্রফি জিতলে ইতিহাস। পঞ্জাব মুম্বইকে হারিয়ে ফাইনালে উঠলে ইতিহাস, ট্রফি জিতলে তো আরও বড় ব্যাপার। আর মুম্বই ট্রফি জিতলে আইপিএল ইতিহাসে নতুন রেকর্ড।
advertisement
এদিন গুজরাতকে ২০ রানে হারাল মুম্বই। সময়মতো জ্বলে উঠলেন রোহিত শর্মা। তাঁর ৫০ বলে ৮১ রানের ইনিংস এদিন কোথাও যেন মুম্বইয়ের ভাগ্য নির্ধারণ করে দিল। ২২ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেললেন বেয়ারস্টো। মুম্বই ৫ উইকেট হারিয়ে করল ২২৮ রান।
গুজরাতের বিরুদ্ধে এলিমিনেটর খেলতে নামার আগে আচমকা নিজের ভোল বদলে ফেললেন হার্দিক। তাঁকে দেখা গেল সেই টি-২০ বিশ্বকাপ জয়ের সময়ের লুকে। দাড়ি নেই। আছে ছোট্ট একটা গোঁফ। সেই লুক যখন ছিল, তখন ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জেতে। তা হলে ক্রিকেটে পয়া বসে একটা ব্যাপার আছে নাকি!
আরও পড়ুন- প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করলেন বৈভব সূর্যবংশী, যা করলেন ১৪ বছরের তারকা, ভাইরাল!
২০২২ সালে প্রথমবার আইপিএল খেলতে নেমেছিল গুজরাত। আর প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। তখন অধিনায়ক ছিলেন হার্দিক। সেই হার্দিক দলবদলু হয়েছেনয তিনি অনেক দড়ি টানাটানির পর মুম্বই ইন্ডিয়ান্সে এসেছেন। তা নিয়ে বিতর্ক কম হয়নি। এখন গুজরাতের নেতৃত্বে শুভমন গিল। তবে শুভমন মনে করছিলেন, তাঁর দল আরও একটা ট্রফি জয়ের দাবিদার। যদিও সেটা হল না। ২০ রানে এদিন হারল তাঁর দল।