ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। একটা সময় ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। সেখান থেকে নেহাল ওয়াধেরা ও শ্রেয়স আইয়ারের ৬৭ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে পঞ্জাব। শ্রেয়স আইয়ার ৩০ রান করে আউট হলেও বিধ্বংসী ব্যাটিং কেরন নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিং। ৩৭ বলে ৭০ রান করেন নেহাল। ৩০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন শশাঙ্ক। জুটিতে ৫৮ রান যোগ করেন তারা। শেষে স্লগ ওভারে ঝোড়ো ৬০ রানের পার্টনারশিপ করেন শশাঙ্ক ও আজমতউল্লাহ ওমরজাই। ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন আফগান তারকা।
advertisement
আরও পড়ুনঃ Sourav Ganguly: কে হবেন টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক? বড় আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
২২০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটিকে দুরন্ত শুরু করেন বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। ৫ ওভারের মধ্যেই ৭৬ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন তারা। বৈভব ১৫ বলে ৪০ রান করে আউট হন। ২৫ বলে ৫০ করেন যশস্বী। ওপেনিং জুটি ফিরতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান। সঞ্জু স্যামসন ২০, রিয়ান পরাগ ১৩, শিমরন হেটমায়ার ১১, শুভম দুবে ৭ রান করে আউট হন। শেষের দিকে একা লড়াই করেন ধ্রুব জুরেল। ৩১ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেললেও তা দলকে জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১০ রান দূরে থামতে হয় রাজস্থানকে। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১৭ পয়েন্টে পৌছে গেল পঞ্জাব।