এবার আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের কোচের ভূমিকায় দেখা যাবে রিকি পন্টিংকে। পঞ্জাব এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার নতুন করে দল সাজিয়েছে পঞ্জাব। অধিনায়ক করা হয়েছে গত বছর কেকেআর-কে জেতানো শ্রেয়স আইয়ারকে। এবার ট্রফি ঘরে তোলাই লক্ষ্য। আইপিএল শুরুর আগে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফদের নিয়ে পুজোয় বসেছিলেন রিকি পন্টিং। পুরোহিতের একদম পাশেই ছিলেন তিনি। পুরোহিতের সব নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে পুজো করতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
advertisement
এই ছবি দেখেই গোঁসা হয়েছে পাকিস্তানের। রীতিমতো ক্ষুব্ধ পড়শি দেশের ক্রিকেটভক্তরা। তাদের দাবি, “ক্রিকেটের সঙ্গে ধর্মকে মেশানো উচিত নয়।” পাল্টা দিয়েছেন নেটিজেনরাও। মনে করিয়ে দিয়েছেন ২০২৩ বিশ্বকাপে মহম্মদ রিজওয়ানের মাঠে নমাজ পড়ার কথা। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে হায়দরাবাদে সেঞ্চুরির পর মাঠেই নমাজ পড়েছিলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। তাঁর বিরুদ্ধে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে চিঠি লিখে অভিযোগ জানান দিল্লির আইনজীবী বিনীত জিন্দাল। চিঠিতে তিনি লিখেছিলেন, মাঠে রিজওয়ানের নমাজ পড়ার আসল উদ্দেশ্য হল ধর্মপ্রচার, যা ক্রিকেটের চেতনার পরিপন্থী।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছিলেন, “স্পোর্টসম্যান স্পিরিট বজায় রাখতে পাকিস্তানি উইকেটকিপার ও ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি ২০২৩-এর ৬ অক্টোবর ম্যাচ চলাকালীন মাঠেই নমাজ পড়েছিলেন। অভিযোগের কপি বিসিসিআই এবং পিসিবি-কেও পাঠানো হয়েছে।“
রিজওয়ানের সমালোচনা করেন পাকিস্তানি ক্রিকেটাররাও। তবে রিজওয়ান এই সব অভিযোগ মানতে চাননি। তিনি স্পষ্ট বলে দেন, “আমি মনে করি, প্রতিটি মানুষ দুটি জিনিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তিনি যদি মুসলিম হন, তাহলে তিনি সারা বিশ্বে মুসলিমদের প্রতিনিধিত্ব করেন। দ্বিতীয়ত, তিনি পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। মানুষ কী বলল, তা নিয়ে ভাবার দরকার নেই।“
আরও পড়ুনঃ KKR vs RCB: লড়াইয়ে রয়েছে ৫ জন! আরসিবির বিরুদ্ধে কেকেআরের ওপেনিংয়ে মেগা চমক! জানুন বিস্তারিত
২০২৩ বিশ্বকাপে তো বটেই, ২০২৪-এর টি২০ বিশ্বকাপেও শোচনীয় পরাজয় হয় পাকিস্তানের। এরপরই রিজওয়ানকে তুলোধনা করে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শাহজাদ বলেন,“খুব হতাশাজনক। ক্রিকেটাররা ধর্মের দোহাই দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। কিন্তু যখন ফিটনেস নিয়ে মিথ্যা বলে, স্বীকার করে যে তারা মাঠে অভিনয় করছিল, তখন ধর্ম কোথায় যায়? ধর্ম কী অন্যকে প্রতারণা ও মাঠে মিথ্যে বলতে শেখায়?”