KKR vs RCB: লড়াইয়ে রয়েছে ৫ জন! আরসিবির বিরুদ্ধে কেকেআরের ওপেনিংয়ে মেগা চমক! জানুন বিস্তারিত

Last Updated:
IPL 2025 KKR vs RCB: ২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে নামবে নাইটরা। নতুন মরশুমে নতুন করে দল গুছিয়ে নেওয়ার পর কেকেআরের একাধিক বিষয় নিয়ে চলছে জল্পনা।
1/6
এর আগে সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স যে কাজ করে দেখিয়েছে সেই চ্যালেঞ্জ আরও একবার কেকেআরের সামনে। এর আগে আইপিএল জিতলেও তা ডিফেন্ড করতে পারেনি নাইটরা। তৃতীয়বারে টাইটেল ধরে রাখতে মরিয়া কেকেআর।
এর আগে সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স যে কাজ করে দেখিয়েছে সেই চ্যালেঞ্জ আরও একবার কেকেআরের সামনে। এর আগে আইপিএল জিতলেও তা ডিফেন্ড করতে পারেনি নাইটরা। তৃতীয়বারে টাইটেল ধরে রাখতে মরিয়া কেকেআর।
advertisement
2/6
২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে নামবে নাইটরা। নতুন মরশুমে নতুন করে দল গুছিয়ে নেওয়ার পর কেকেআরের একাধিক বিষয় নিয়ে চলছে জল্পনা।
২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে নামবে নাইটরা। নতুন মরশুমে নতুন করে দল গুছিয়ে নেওয়ার পর কেকেআরের একাধিক বিষয় নিয়ে চলছে জল্পনা।
advertisement
3/6
কেকেআরের যে বিষয়গুলি নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে তারমধ্যে অন্যতম হল ওপেনিং। গত মরশুমে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম কারণ হল ওপেনিং জুটির সাফল্য। ফিল সল্ট ও সুনীল নারিন দুরন্ত পারফর্ম করেছিলেন।
কেকেআরের যে বিষয়গুলি নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে তারমধ্যে অন্যতম হল ওপেনিং। গত মরশুমে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম কারণ হল ওপেনিং জুটির সাফল্য। ফিল সল্ট ও সুনীল নারিন দুরন্ত পারফর্ম করেছিলেন।
advertisement
4/6
গত মরশুমে কেকেআরের হয়ে ওপেনিং করেছিলেন ফিল সল্ট ও সুনীল নারিন। এবার সল্ট কেকেআরের নেই। ফলে নাইটদের ওপেনিং জুটি কেমন হবে তা নিয়ে চলছে জোর চর্চা। তালিকায় রয়েছে মোট পাঁচটি নাম।
গত মরশুমে কেকেআরের হয়ে ওপেনিং করেছিলেন ফিল সল্ট ও সুনীল নারিন। এবার সল্ট কেকেআরের নেই। ফলে নাইটদের ওপেনিং জুটি কেমন হবে তা নিয়ে চলছে জোর চর্চা। তালিকায় রয়েছে মোট পাঁচটি নাম।
advertisement
5/6
কেকেআরের ওপনারের দৌড়ে রয়েছেন সুনীল নারিন, অজিঙ্কে রাহানে, কুইন্টন ডিকক, রহমানউল্লাহ গুরবাজ, লুবনিথ সিসোদিয়া। বিশেষ করে শেষ মুহূর্তে প্রস্তুতি ম্যাচে সিসোদিয়ার ব্যাটিং চমকে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।
কেকেআরের ওপনারের দৌড়ে রয়েছেন সুনীল নারিন, অজিঙ্কে রাহানে, কুইন্টন ডিকক, রহমানউল্লাহ গুরবাজ, লুবনিথ সিসোদিয়া। বিশেষ করে শেষ মুহূর্তে প্রস্তুতি ম্যাচে সিসোদিয়ার ব্যাটিং চমকে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।
advertisement
6/6
তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ওপেনিংয়ে সুনীল নারিনের জায়গা পাকা। রিনের সঙ্গী হিসেবে সবথেকে বেশি এগিয়ে মনে করা হচ্ছে ডিকককে। গুরবাজ ও সিসোদিয়াকে বেঞ্চেই থাকতে হতে পারে। তবে রাহানেকে ওপেনে খেলিয়ে চমক দিতে পারে কেকেআর।
তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ওপেনিংয়ে সুনীল নারিনের জায়গা পাকা। রিনের সঙ্গী হিসেবে সবথেকে বেশি এগিয়ে মনে করা হচ্ছে ডিকককে। গুরবাজ ও সিসোদিয়াকে বেঞ্চেই থাকতে হতে পারে। তবে রাহানেকে ওপেনে খেলিয়ে চমক দিতে পারে কেকেআর।
advertisement
advertisement
advertisement