রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেও ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন হিটম্যান। প্রথমে ব্যাট করার পর ইনিংস বিরতিতে রোহিতের কাছে জানতে চাওয়া হয় রাজস্থানের ঘরের মাঠে কীভাবে বোলিং করা উচিত। রোহিত বলেন, এই পিচে বোলারদের বৈচিত্র থাকা দরকার। যাতে প্রতিপক্ষ আগে থেকে বুঝতে না পারে। আমাদের বোলারদের অভিজ্ঞতা রয়েছে পরিস্থিতি অনুযায়ী বল করার। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন রোহিত শর্মা। বলেন, “এখন অবশ্য বোলারদের নিয়ে পরিকল্পনায় আমাকে রাখা হয় না। তাই কী পরিকল্পনা হয়েছে তা আমি বলতে পারব না।”
advertisement
প্রসঙ্গত, গতবার রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে এনে দায়িত্ব দেওয়া হয়। তখনও দলের অন্দরে বিবাদ তৈরি হয়েছিল বলে জল্পনা শোনা যায়। যদিও পরে সমস্যার সমাধান হয়ে গিয়েছিল বলে মনে করা হয়। কিন্তু এবার যেভাবে রোহিত জানালেন, তাকে বোলিং নিয়ে পরিকল্পনায় ডাকা হয় না, তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরের সমস্যা এখনও মেটেনি?
এবার আইপিএলে শুরু থেকে ব্যাটিংয়ে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত শর্মা। ৬ ম্যাচে করেছিলেন মাত্র ৫৪ রান। যদিও তারপর ঘুড়ে দাঁড়িয়েছেন হিটম্যাম। শেষ চার ম্যাচে ১৮২ রান করার পাশাপাশি ৩টি হাফসেঞ্চুরিও করেছেন রোহিত শর্মা।