TRENDING:

ক্রাচে ভর দিয়ে মাঠে ঢুকলেন রাহুল দ্রাবিড়, দেখেই ছুটে এলেন ধোনি, তারপর যা করলেন মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা

Last Updated:

RR vs CSK IPL Highlights: এদিন রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ধোনি ম্যাজিক কাজ করেনি। হারতে হয়েছে চেন্নাইকে। তবে ম্যাচ শেষের পর ধোনি-দ্রাবিড়ের সাক্ষাতের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সবে ম্যাচ শেষ হয়েছে। স্টেডিয়ামে হুল্লোড় চলছে। ঠিক তখনই খোঁড়াতে খোঁড়াতে মাঠে ঢুকলেন রাহুল দ্রাবিড়। মুখে হাসি, হাতে ক্রাচ। তাঁকে দেখেই ছুটে এলেন এমএস ধোনি। হাত মেলালেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তৈরি হল আবেগের মিষ্টি মুহূর্ত।
ক্রাচে ভর দিয়ে মাঠে ঢুকলেন রাহুল দ্রাবিড়, দেখেই ছুটে এলেন ধোনি
ক্রাচে ভর দিয়ে মাঠে ঢুকলেন রাহুল দ্রাবিড়, দেখেই ছুটে এলেন ধোনি
advertisement

এদিন রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ধোনি ম্যাজিক কাজ করেনি। হারতে হয়েছে চেন্নাইকে। তবে ম্যাচ শেষের পর ধোনি-দ্রাবিড়ের সাক্ষাতের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়কের এই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

আরও পড়ুন– রাজস্থান রয়্যালসকে ছেড়ে কোথায় চললেন সঞ্জু স্যামসন? আইপিএলের মাঝপথে পাড়ি দিলেন বেঙ্গালুরু, জেনে নিন এর পিছনে কারণ

advertisement

ধোনি দ্রাবিড়ের স্বাস্থ্যের খোঁজ নেন, তাঁর চোট সম্পর্কে জানতে চান। এই সময় একে একে বেশ কয়েকজন ক্রিকেটার দ্রাবিড়ের সঙ্গে দেখা করতে আসেন, হাত মেলান। তবে পুরো সময়টা দ্রাবিড়ের পাশেই ছিলেন ধোনি।

এবারের আইপিএলে এই ম্যাচেই প্রথম জয়ের মুখ দেখেছে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে পরাজিত হয়েছে ৬ রানে। শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ২০ রান। সেই সময় ক্রিজে ছিলেন ধোনি। তাঁর জন্য মঞ্চ প্রস্তুত ছিল। ধামাকার অপেক্ষায় ছিল গোটা মাঠ। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হল ক্রিকেটপ্রেমীদের।

advertisement

আরও পড়ুন– কেন পয়লা এপ্রিল পালন করা হয় ‘April Fool’s Day’? জেনে নিন এই দিন সম্পর্কিত ইতিহাস ও মজাদার তথ্য

ফিনিশার মহেন্দ্র সিং ধোনিকেই তো গোটা বিশ্ব চেনে। এই পরিস্থিতিতেও আশায় বুক বেঁধেছিলেন চেন্নাই সমর্থকরা। কিন্তু দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি ধোনি। রাজস্থান প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে ১৭৬ রানে আটকে যায়।

advertisement

পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের পর থেকেই আইপিএলে ১৮০-এর বেশি রান তাড়া করে জিততে পারেনি চেন্নাই। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ৬৩ রান করেন। কিন্তু অন্য ব্যাটসম্যানরা যোগ্য সঙ্গত দিতে পারেননি। বড় স্কোর গড়তে ব্যর্থ হয় চেন্নাই। এই নিয়ে টানা দুটি ম্যাচে হারের মুখ দেখল ধোনির দল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজস্থানের কাছে এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্জু স্যামসনের চোট। তাঁর জায়গায় দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন রিয়ান পরাগ। কিন্তু দলকে আশানুরূপ সাফল্য এনে দিতে পারেননি। প্রথম দুটি ম্যাচেই হারতে হয়। শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। ধোনির উপস্থিতি ম্যাচে উত্তেজনা বাড়ালেও, তাঁর সেই ‘ম্যাজিক টাচ’ দেখা গেল না। ফলে চেন্নাইয়ের ভক্তরা হতাশ হলেও, রাজস্থান শিবিরে স্বস্তি ফিরেছে!

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রাচে ভর দিয়ে মাঠে ঢুকলেন রাহুল দ্রাবিড়, দেখেই ছুটে এলেন ধোনি, তারপর যা করলেন মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল