২০১১ সাল থেকে চালু হওয়া প্লে-অফ ফর্ম্যাট অনুযায়ী, কোয়ালিফায়ার-১ হেরে যাওয়া দলগুলোর জন্য দ্বিতীয় সুযোগ থাকে। এখন পর্যন্ত ১৪টি মরশুমে মোট ১১ বার এমন ঘটেছে, যেখানে কোয়ালিফায়ার-১ হারে যাওয়া দল কোয়ালিফায়ার-২ জিতে ফাইনালে উঠেছে। যদিও এর মধ্যে মাত্র ২ বার সেই দলগুলো চ্যাম্পিয়ন হয়েছে, তবুও ইতিহাস প্রমাণ করে যে ফিরে আসা অসম্ভব নয়।
advertisement
সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল মুম্বাই ইন্ডিয়ান্স, যারা কোয়ালিফায়ার-১ হেরে আইপিএল ট্রফি জিতেছিল। এমনকি গত মরশুমেও সানরাইজার্স হায়দ্রাবাদ একই পথে ফাইনালে পৌঁছেছিল। এই পরিসংখ্যান পাঞ্জাবের জন্য একটি বড় অনুপ্রেরণা হতে পারে।
আরও পড়ুনঃ Lottery: লটারিতে এই নম্বরগুলি থাকলে প্রাইজ ১০০ শতাংশ পাকা! টিকিট কাটার আগে জেনে নিন
পাঞ্জাব কিংস এবারে যদি কোয়ালিফায়ার-২ জিতে ফাইনালে ওঠে, তাহলে এটি হবে কোয়ালিফায়ার-১ হারে ফাইনালে ওঠার ১২তম ঘটনা। পুরো মরশুম জুড়ে তারা ধারাবাহিক পারফরম্যান্স করেছে এবং শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলটি আত্মবিশ্বাসী। সমর্থকরাও আশায় বুক বেঁধেছেন, হয়তো এবারই ইতিহাস বদলাবে এবং পাঞ্জাব আইপিএল ট্রফি ঘরে তুলবে।