আইপিএল ২০২৫-এক মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আগে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। বিসিসিআই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে স্থানান্তর করে আহমেদাবাদে। ম্যাচের সময় অনুযায়ী, টস হবে সন্ধ্যা ৭টায় এবং ম্যাচ শুরু হবে ৭.৩০ মিনিটে। ফাইনালের উত্তেজনা, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং গ্যালারির গর্জন, কোহলি-শ্রেয়সের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
আইপিএলের ইতিহাসে আরসিবি বনাম পঞ্জাবের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানই বলে দিচ্ছে ফাইনাল কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। আইপিএলের ইতিহাসে পঞ্জাব ও বেঙ্গালুরু এখন পর্যন্ত ৩৬ বার মুখোমুখি হয়েছে। দুই দলই সমানভাবে ১৮টি করে ম্যাচ জিতেছে। ফাইনাল যে দল জিতবে তারা লিড নেবে জয়ের নিরিখেও।
মেগা ফাইনালে নামার আগে পঞ্জাব শিবিরে সেভাবে কোনও চোটের খবর নেই। যুজবেন্দ্র চাহল চোট সারিয়ে মুম্বই ম্যাচে দলে ফেরায় স্বস্তি ফিরেছে পঞ্জাব দলে। তবে আরসিবি শিবিরে টিম ডেভিড দলে ফিরবেন কিনা সেটাই দেখার। কারণ টিম ডেভিডের পরিবর্তে লিয়াম লিভিংস্টোন খেললেও ফর্মে নেই ব্রিটিশ তারকা। তবে আরসিবির টিম গেমই ভরসা।
আরও পড়ুনঃ Shreyas Iyer: অধিনায়ক শ্রেয়স আইয়ার করলেন এমন বিশ্বরেকর্ড, যা ধোনি-রোহিতেরও নেই
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেকিপার), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতুল্লাহ ওমরজাই, বিশাক বিজয়কুমার, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
আরসিবি সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড, সূয়াশ শর্মা।