২০২৫ সালের ফেব্রুয়ারিতে পতিদারকে আরসিবির অধিনায়ক ঘোষণা করা হয়। এরপর থেকে তার নেতৃত্বে দল দুর্দান্ত পারফরম্যান্স করে। ২৯ মে, প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পতিদার। তার কৌশলী নেতৃত্বে আরসিবির বোলাররা মাত্র ১৪.১ ওভারে ১০১ রানে গুটিয়ে দেয় শ্রেয়স আইয়ারের দলকে। জবাবে আরসিবি ১০ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই জয় অর্জন করে।
advertisement
এই জয়ের মাধ্যমে রজত পতিদার চতুর্থ আরসিবি অধিনায়ক হিসেবে আইপিএল ফাইনালে দলকে নিয়ে যান। তার আগে অনিল কুম্বলে (২০০৯), ড্যানিয়েল ভেট্টোরি (২০১১) এবং বিরাট কোহলি (২০১৬) এই কৃতিত্ব অর্জন করেছিলেন। যদিও এখনও আরসিবির প্রথম আইপিএল শিরোপা অধরা, পতিদারের অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব দলকে নতুন আশার আলো দেখাচ্ছে।
আরও পড়ুন: RCB vs PBKS: আরসিবির বিরুদ্ধে হেরে ৩টি লজ্জার রেকর্ড গড়ল পঞ্জাব! মাথা হেঁট শ্রেয়সদের!
এই ঐতিহাসিক জয়ে পতিদার নিজের নাম চিরস্মরণীয় করে তুলেছেন আরসিবির ইতিহাসে। এখন শুধু অপেক্ষা ফাইনাল ম্যাচের, যেখানে আরসিবি তাদের বহু কাঙ্ক্ষিত প্রথম শিরোপার স্বপ্নপূরণ করতে চায়।a