বিষয়টি গুরুতর, কারণ একটি পুরনো সাক্ষাৎকারে বৈভব নিজেই এমন কিছু বলেছেন৷ এবং সেই ভিডিও অনুসারে তাঁর বয়স বর্তমানে ১৫ বছর হওয়ার কথা।
আরও পড়ুন: কেমন হল আইপিএলের ১০টি দল! কোথায় শক্তি-দুর্বলতা? জেনে নিন এক ঝলকে
বিহারের সমস্তিপুর থেকে আসা বৈভব সূর্যবংশী IPL-এর নিলামে সবচেয়ে কম বয়সে অংশ নেওয়ার পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন। রাজস্থান রয়্যালস তাঁকে ৩০ লাখ টাকার বেস প্রাইস থেকে শুরু করে ১ কোটি ১০ লাখ টাকায় কিনে নেয়। দিল্লি ক্যাপিটালসও তাঁকে দলে নিতে চেষ্টা করেছিল।
advertisement
বৈভব এই বছরের জানুয়ারিতে রনজি ট্রফিতে অভিষেক করেন এবং সেখান থেকেই বয়স নিয়ে বিতর্ক শুরু। একটি পুরনো ভিডিও সামনে এসেছে যেখানে বৈভব বলেছিলেন যে তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর ১৪ বছরে পা দেবেন। সেই ভিডিওর ভিত্তিতেই এই বয়স বিতর্ক শুরু হয়েছে।
আরও পড়ুন: সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকর কত টাকা পেলেন নিলামে? শুনলে একেবারে অবাক হয়ে যাবেন
বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “বৈভব সাড়ে ৮ বছর বয়স থেকেই BCCI-এর বোন টেস্টের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ও ইতিমধ্যেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগ পেয়েছেন। বয়স নিয়ে বিতর্ক নিয়ে আমাদের কোনও ভয় নেই। প্রয়োজনে বৈভব আবারও এই বোন টেস্ট করতে প্রস্তুত।”
প্রশঙ্গত, বোন টেস্টের মাধ্যমে খেলোয়াড়ের প্রকৃত বয়স নির্ধারণ করা হয়।