TRENDING:

RCB vs SRH: ৪০ ওভারে হল ৫৪৯ রান! আরসিবির বিরুদ্ধে ২৫ রানে জিতল সানরাইজার্স

Last Updated:

IPL 2024 RCB vs SRH: আইপিএলের ইতিহাসে আরও এক হাইস্কোরিং রেকর্ডধারী ম্যাচ দেখল ক্রিকেট প্রেমিরা। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে দুই দল ৪০ ওভারে করল ৫৪৯ রান। ২৫ রানে জিতল হায়দরাবাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: আইপিএলের ইতিহাসে আরও এক হাইস্কোরিং রেকর্ডধারী ম্যাচ দেখল ক্রিকেট প্রেমিরা। চিন্নাস্বামী ফের দেখল ব্যাটারদের তাণ্ডব কাকে বলে। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে দুই দল ৪০ ওভারে করল ৫৪৯ রান। যা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা রেকর্ড। তবে শেষ হাসি হাসল হায়দরাবাদ। আরসিবিকে ২৫ রানে হারাল প্যাট কামিন্সের দল।
advertisement

গত ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ উইকেটে ২৭৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের মাত্র ১০ দিনের মাথায় নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল এসআরএইচ। আরসিবির ঘরের মাঠে গিয়ে বেঙ্গালুরুর বোলারদের নিয়ে ছেলাখেলা করল সানরাইজার্স। ট্রেভিস হেডের বিধ্বংসী ১০২ রানের ইনিংস ও হেনরিক ক্লাসেনের ঝোড়ো ৬৭ রানের ইনিংসের সৌজন্যে ২৮৭ রান করে হায়দরাবাদ। যা আইপিলের ইতিহাসে সবথেকে বড় স্কোর। হেড ও ক্লাসেন ছাড়াও আবদুল সামাদ ৩৭, অভিষেক শর্মা ৩৪ ও এডেন মার্করাম ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

advertisement

আরও পড়ুন: KKR vs RR: রাজস্থান ম্যাচের আগে বড় ভুল করল কেকেআর? খেসারত দিতে হবে না তো! জানুন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

রান তাড়া করতে নেমে আরসিবির দীনেশ কার্তিক দুরন্ত ৮৩, ফাফ ডুপ্লেসি অনবদ্য ৬২ ও বিরাট কোহলি মারকাটারি ৪২ রান করলেও শেষ রক্ষা হয়নি। ইনিংসের শুরু থেকেই পাহাড় প্রমাণ রান তাড়া করতে বেপরোয়া ব্যাটিং করে কোহলি ও ডুপ্লেসি। ৮০ রান যোগ করেন ওপেনিং জুটিতে। কোহলি ও ডুপ্লেসি আউট হওয়াক পর ম্যাচে আর কোনও লড়াই হবে না বলে ধরে নিয়েছিল সকলেই। কিন্তু ফের একবার জ্বলে ওঠেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। ৩৫ বলে ৮৩ করেন কার্তিক। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২৬২ রানে থামে আরসিবি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs SRH: ৪০ ওভারে হল ৫৪৯ রান! আরসিবির বিরুদ্ধে ২৫ রানে জিতল সানরাইজার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল