গত ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ উইকেটে ২৭৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের মাত্র ১০ দিনের মাথায় নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল এসআরএইচ। আরসিবির ঘরের মাঠে গিয়ে বেঙ্গালুরুর বোলারদের নিয়ে ছেলাখেলা করল সানরাইজার্স। ট্রেভিস হেডের বিধ্বংসী ১০২ রানের ইনিংস ও হেনরিক ক্লাসেনের ঝোড়ো ৬৭ রানের ইনিংসের সৌজন্যে ২৮৭ রান করে হায়দরাবাদ। যা আইপিলের ইতিহাসে সবথেকে বড় স্কোর। হেড ও ক্লাসেন ছাড়াও আবদুল সামাদ ৩৭, অভিষেক শর্মা ৩৪ ও এডেন মার্করাম ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
advertisement
আরও পড়ুন: KKR vs RR: রাজস্থান ম্যাচের আগে বড় ভুল করল কেকেআর? খেসারত দিতে হবে না তো! জানুন বিস্তারিত
রান তাড়া করতে নেমে আরসিবির দীনেশ কার্তিক দুরন্ত ৮৩, ফাফ ডুপ্লেসি অনবদ্য ৬২ ও বিরাট কোহলি মারকাটারি ৪২ রান করলেও শেষ রক্ষা হয়নি। ইনিংসের শুরু থেকেই পাহাড় প্রমাণ রান তাড়া করতে বেপরোয়া ব্যাটিং করে কোহলি ও ডুপ্লেসি। ৮০ রান যোগ করেন ওপেনিং জুটিতে। কোহলি ও ডুপ্লেসি আউট হওয়াক পর ম্যাচে আর কোনও লড়াই হবে না বলে ধরে নিয়েছিল সকলেই। কিন্তু ফের একবার জ্বলে ওঠেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। ৩৫ বলে ৮৩ করেন কার্তিক। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২৬২ রানে থামে আরসিবি।