এবার আইপিএলের প্রথম ম্যাচ আয়োজিত হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। প্রতি বছরের মত এবারও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পারফর্ম করবেন বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার স্রফ। এছাড়াও থাকছেন, কিংবদন্তি অস্কার পুরস্কার বিজয়ী সুরকার এ আর রহমান এবং জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক সোনু নিগম।
advertisement
আরও পড়ুনঃ KKR News: জলে যাবে কেকেআরের প্রায় ২৫ কোটি টাকা? আইপিএল শুরুর আগে কী জানালেন মিচেল স্টার্ক
IPL 2024 উদ্বোধনী অনুষ্ঠান কখন হবে?চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ শুরুর সময় ভারতীয় সময় রাত ৮টায়। টস হবে সন্ধে ৭.৩০ মিনিটে। আর উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম্যান্স শুরু হবে ৬.৩০ মিনিটে।
কখন-কোথায় দেখবেন IPL 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান?
উদ্বোধনী অনুষ্ঠানটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও, Jio Cinema অ্যাপ এবং এর ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং করা হবে।
Check Live updates আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর ।