ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। ৪ ওভারের মধ্যেই ৬০ রানের পার্টনারশিপ করে ফেলেন নারিন ও সল্ট। ১৪ বলে ৩২ করে আউট হন সল্ট।
অপরদিকে, নিজের মারকাটারি ব্যাটিং চালিয়ে যান নারিন। তাঁকে যোগ্য সঙ্গ দেন আংক্রিশ রঘুবংশী। নিজের অর্ধশতরান পূরণ করেন সুনীল নারিন। আংক্রিশ রঘুবংশীর সঙ্গে জুটি বেঁঘে ৮০ রানের পার্টনারশিপ করেন নারিন। ১৪০ রানে দ্বিতীয় উইকেট পড়ে কেকেআরের। ৩৯ বলে ৮১ রান করে আউট হন সুনীল নারিন।
advertisement
আরও পড়ুনঃ IPL 2024: দলের প্লেয়াররা করেছিল এমন আবদার, যা মেটাতে গিয়ে কালঘাম ছুটেছিল প্রীতি জিন্টার
একটা সময় মনে হয়েছিল কেকেআরের স্কোর ২৫০ পার হয়ে যাবে। কিন্তু নারিন আউট হওয়ার পর আন্দ্রে রাসেল ১২, রঘুবংশী ৩২, রিঙ্কু সিং ১৬ রান করে পরপর আউট হন। শেষের দিকে শ্রেয়স আইয়ার ও রমনদীপ সিং মারকাটারি ব্যাটিং করেন। শ্রেয়স আইয়ার ২৩ করে আউট হন। অপরদিকে, ৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন রমনদীপ সিং। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান করে কেকেআর।