TRENDING:

KKR vs CSK: ধোনির দুর্গ রুখে দিল কেকেআরের বিজয়রথ, ৭ উইকেটে সহজ জয় সিএসকের

Last Updated:

Chennai Super Kings Beat Kolkata Knight Riders by 7 Wickets: কেকেআরের বিজয় রথ আটকে গেল এমএস ধোনির দুর্গ চিপকে এসে। জয়ের হ্যাটট্রিকের পর আইপিএল ২০২৪-এ প্রথম হারের স্বাদ পেল কলকাতা নাইট রাউডার্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: কেকেআরের বিজয় রথ আটকে গেল এমএস ধোনির দুর্গ চিপকে এসে। জয়ের হ্যাটট্রিকের পর আইপিএল ২০২৪-এ প্রথম হারের স্বাদ পেল কলকাতা নাইট রাউডার্স। অপরদিকে, হারের হ্যাটট্রিকের ভ্রুকুটিকে দূরে সরিয়ে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। এদিন সিএসকের সামনে ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারেনি নাইটরা। কেকেআরের দেওয়া মাত্র ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ৫ বারের আইপিএল জয়ীরা।
advertisement

ম্যাচ জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। এদিন প্রথম বলেই ফিল সল্ট হওয়ার পর ৫৬ রানের পার্টনারশিপ করেন সুনীল নারিন ও আংক্রিশ রঘুবংশী। বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন দুই ব্যাটার। কিন্তু পাওয়ার প্লে-র পর থেকে ম্যাচের রাশ ধীরে ধীরে নিজেদের হাতে নিতে শুরু করে সিএসকে। রঘুবংশী ২৪ ও নারিন ২৭ রানে আউট হতেই চাপ বাড়ে কেকেআর ব্যাটিং লাইনে।

advertisement

এরপর একদিক থেকে শ্রেয়স আইয়ার উইকেট আঁকড়ে পড়ে থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে কেকেআর। তেমন আর কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা সকলেই নিরাশ করেন। শ্রেয়স আইয়ার ৩৪ রান করলেও তা খুবই স্লো। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে কেকেআর। সিএসকের ৩টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডে। ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান, একটি উইকেট নেন মাহেশ থিকসানা।

advertisement

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ২৭ রান করেন রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গায়কোয়াড়। ১৫ রান করে রাচীন রবীন্দ্র সাজঘরে ফেরত যান। এরপর সিএসকের ইনিংসের রাশ ধরেন রুতুরাজ গায়কোয়াড় ও ড্যারিল মিচেল। কেকেআর বাজে ফিল্ডিংও করে এদিন। ২টি ক্যাচ ফেলায় অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন রুতুরাজ-মিচেল জুটি। সিএসকের জয়ও নিশ্চিত করে দেয় এই পার্টনারশিপ।

advertisement

আরও পড়ুনঃ IPL 2024: সচিন-ধোনি-কোহলি-রোহিতের থেকে ধনী ভারতীয় প্লেয়ার খেলেছেন আইপিএলে! বলুন তো কে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অবশেষে ৯৭ রানে ভাঙে জুটি। ২৫ রান করে আউট হব মিচেল। অপরদিকে, নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন সিএসকে অধিনায়ক। শেষের দিকে রুতুরাজকে সঙ্গ দিয়ে মারকাটারি ব্যাটিং করেন শিবম দুবে। ১৮ বলে ২৮ রান করে আউট হন দুবে। শেষে মাঠে নেমে এক রান করেন এমএস ধোনি। ৬৭ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড়। ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় সিএসকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs CSK: ধোনির দুর্গ রুখে দিল কেকেআরের বিজয়রথ, ৭ উইকেটে সহজ জয় সিএসকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল