পিঠের চোট সারানোর পর এনসিএ-তে ছিলেন শ্রেয়স। গত এশিয়া কাপে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করেছিলেন তিনি। আর এবার সমস্ত জল্পনার অবসান। আইপিএলে কেকেআর এর অধিনায়ক হিসেবে ফিরলেন শ্রেয়স আইয়ার। ডেপুটি নীতিশ রানা।
আরও পড়ুন- IND vs SA: সিরিজ বাঁচানোর লড়াই ভারতের, কোন রণনীতিতে আসবে জয়! তৈরি দঃ আফ্রিকাও
advertisement
গত বছর চোটের কারণে খেলতে পারেনি শ্রেয়স। সেই জন্য নেতৃত্ব দেন নীতিশ। আগামী মঙ্গলবার ১৯ তারিখ নিলামে থাকছেন গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পন্ডিত।
কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, ‘‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল খেলতে পারেনি শ্রেয়স। এটা দুর্ভাগ্যজনক। তবে এবার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যে ভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’
আরও পড়ুন- ২৫ বছর কেটে গিয়েছে, এখনও কেউ ভাঙতে পারেনি সচিন তেন্ডুলকরের এই রেকর্ড
গত মরসুমে অধিনায়ক হিসাবে নীতীশেরও প্রশংসা করেছেন বেঙ্কি। তিনি বলেন, ‘‘গত বার নীতীশকে হঠাৎ করে দলের দায়িত্ব নিতে হয়েছিল। সেটা মোটেই সহজ কাজ ছিল না। নীতীশ নিজের দায়িত্ব খুব ভাল ভাবে সামলেছে। তাই এই মরসুমে নীতীশই দলের সহ-অধিনায়ক। ও সব সময় শ্রেয়সকে সাহায্য করতে পারবে।’’