TRENDING:

কেকেআর চ্যাম্পিয়ন! ১০ বছরের অপেক্ষা শেষ, কলকাতা আবার আইপিএল সেরা

Last Updated:

Ipl 2024 Final srh vs kkr: ঝড়ের রাতে আজ বাঙালির চিন্তার শেষ নেই। তবে এই কঠিন সময়ে দাঁড়িয়ে কেকেআর যেন একটু স্বস্তির লহমা বয়ে আনল। রিমলের ভয়ে কুঁকড়ে থাকা বাংলায় কেকেআর একটু সাহস দিল। কলকাতা চাইলে পারে, খেলাধূলায় এখনও কলকাতা ভারতসেরা হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গৌতম গম্ভীর। নামটা শুনলেই আপনার মন জুড়ে নেবে কেকেআর শব্দটা। লাকি ফ্যাক্টর বলে সত্যিই কি তবে কিছু আছে! সেই লাকি ফ্যাক্টর সব হিসেব গুলিয়ে দিতে পারে!
advertisement

কেকেআর আবার আইপিএল চ্যাম্পিয়ন। ১০ বছর পর আবার। গৌতম গম্ভীর ফিরতেই। গম্ভীরই যেন কেকেআরের সেই লাকি ফ্য়াক্টর। তিনি ফিরতেই কেকেআরের কপাল ফিরে গেল!

ঝড়ের রাতে আজ বাঙালির চিন্তার শেষ নেই। তবে এই কঠিন সময়ে দাঁড়িয়ে কেকেআর যেন একটু স্বস্তির লহমা বয়ে আনল। রিমলের ভয়ে কুঁকড়ে থাকা বাংলায় কেকেআর একটু সাহস দিল। কলকাতা চাইলে পারে, খেলাধূলায় এখনও কলকাতা ভারতসেরা হতে পারে।

advertisement

আরও পড়ুন-

প্রথমে ব্যাট করে সানরাইজার্স করল মাত্র ১১৩ রান। আইপিএল ফাইনালের নিরিখে যে স্কোর নিমিত্তমাত্র। সেই স্কোর আত্মবিশ্বাসে টগবগে কেকেআরকে চাপে রাখতে পারবে না, তা আর বলার অপেক্ষা রাখে না। রমমনুল্লাহ গুরবাজ করলেন ৩৯। ভেঙ্কটেশ আইয়ার ২৬ বলে ৫২ রান করে অপরাজিত।

কেকেআর আবার ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন। তবে কেকেআর যে এবারের আইপিএল খেতাব জয়ের সেরা দাবিদার তা অনেকেই মেনে নিয়েছিলেন। গ্রুপ পর্বে কেকেআর শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। শেষ পর্যন্ত সেই কেকেআর চ্যাম্পিয়ন।

advertisement

—- Polls module would be displayed here —-

বিশ্বকাপের নায়ক ট্রাভিস হেডের সামনে কেকেআর এলেই হল! হিরো জুজু দেখেন যেন! যেমন কোয়ালিফায়ার একে, তেমন ফাইনালে। পর পর ২ বার কেকেআরের সামনে পড়ে গোটা হায়দরাবাদ হাঁটু গেড়ে বসে পড়ল যেন!

আরও পড়ুন- বিশ্বকাপের হিরো, কেকেআরের সামনে অসহায়! ফাইনালে ‘জুুজু’ দেখলেন এই তারকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মিচেল স্টার্কের ঝুলিতে এদিন ২ উইকেট। যাঁরা টুর্নামেন্টের শুরুেতে তাঁর প্রাপ্য ২৫ কোটি নিয়ে খোটা দিয়েছিলেন, তাঁদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ করতে নেই, এটাই যেন সদর্পে বুঝিয়ে দিলেন কেকেআরের অজি তারকা।

বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআর চ্যাম্পিয়ন! ১০ বছরের অপেক্ষা শেষ, কলকাতা আবার আইপিএল সেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল