বিশ্বকাপের হিরো, কেকেআরের সামনে অসহায়! ফাইনালে 'জুুজু' দেখলেন এই তারকা

Last Updated:

Ipl 2024 Final Srh vs Kkr: তিনি ২০২৩ বিশ্বকাপের হিরো। একার হাতে কয়েক কোটি ভারতীয়র স্বপ্ন শেষ করে দিয়েছিলেন। সেদিন একমাত্র তাঁর সামনেই যেন গোটা ভারতীয় দল অসহায় আত্মসমর্পণ করেছিল। তবে সেই তিনি কিন্তু আইপিএলে গুরুত্বপূর্ণ ২টি ম্যাচেই ফ্লপ।

কলকাতা: তিনি ২০২৩ বিশ্বকাপের হিরো। একার হাতে কয়েক কোটি ভারতীয়র স্বপ্ন শেষ করে দিয়েছিলেন। সেদিন একমাত্র তাঁর সামনেই যেন গোটা ভারতীয় দল অসহায় আত্মসমর্পণ করেছিল। তবে সেই তিনি কিন্তু আইপিএলে গুরুত্বপূর্ণ ২টি ম্যাচেই ফ্লপ।
তিনি ট্রাভিস হেড। তাঁর কথা ভারতীয় ক্রিকেট সমর্থকরা ভুলবেন না অনেকদিন। কারণ তিনি একার হাতেই ভারতের একদিনের বিশ্বকাপ জয়ের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেন। তিনি যে বড় ম্যাচের প্লেয়ার তা প্রমাণ হয়েছিল বিশ্বকাপে। তবে আইপিএলে তিনি দরকারের সময় যেন জুজু দেখলেন!
আরও পড়ুন- KKR vs SRH IPL 2024 Final: আইপিএল ফাইনালে কেকেআরের ৩ বড় চিন্তা!না শোধরালেই বিপদ
ট্রাভিস হেড প্রথম কোয়ালিফায়ারে দেশোয়ালি স্টার্ককে উইকেট ছুঁড়ে দিয়ে যান। আর এদিন শুরুতেই তাঁকে তুলে নিলেন বৈভব আরোরা। আইপিএল ফাইনালেও তিনি ফ্লপ। অর্থাৎ আইপিএলে তিনি বড় ম্যাচে দলের জন্য পারফর্ম করতে পারলেন না।
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
আরও পড়ুন- আসছে রিমল! আইপিএল ফাইনাল হওয়ার সম্ভাবনা কতটা? চেন্নাই থেকে এল আপডেট
ট্রাভিস হেড একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বড় ভরসা। তিনি ফর্মে থাকলে ওপেনিং জুটিতেই বড় রান ওঠে। আর তিনি মারকুটে ব্যাটার। ফলে ছোট ফরম্যাটের ক্রিকেটে তাঁর গুরুত্ব অপরিসীম। শুরু থেকেই তিনি বিপক্ষ দলের বোলারদের উপর চাপ তৈরি করতে পারেন। তবে এদিন তিনি কেকেআরের বিরুদ্ধে রান পেলেন না।
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের হিরো, কেকেআরের সামনে অসহায়! ফাইনালে 'জুুজু' দেখলেন এই তারকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement