তবে ধোনি কি সত্যিই পরের আইপিএলেও খেলবেন? এই প্রশ্নর উত্তর পাওয়ার কৌতুহলই সবথেকে বেশি দেশ তথা বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমিদের মধ্যে। সকলেই চান ধোনিকে খেলতে দেখতে। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ধোনির খুব কাছের মানুষ সুরেশ রায়না আগামী আইপিএলে আদৌ মাহি খেলবেন কিনা, তা নিয়ে বড় সড় আপডেট দিয়েছেন।
advertisement
ভিডিওতে দেখা যায় সঞ্চালনা করছিলেন আরপি সিং ও সুরেশ রায়না। সেখানে সঞ্চালক প্রশ্ন করে আরপি সিং-কে পার্থিব প্যাটেল বলেছেন, এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। আপনার কী মনে হয়? জবাবে আরপি সিং বলেন, ‘আমার মনে তো হচ্ছে না।’ এরপর আরপি সিং রায়নাকে জিজ্ঞেস করেন ধোনি ২০২৫ সালের আইপিএলে খেলবেন কিনা। একবাক্যে রায়না ওই প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘খেলেঙ্গে’।
আরও পড়ুনঃ KKR News: হারের পরই বিস্ফোরক গম্ভীর, বদল চাইছেন কেকেআর মেন্টর! জানুন বিস্তারিত
সুরেশ রায়নার এই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। কারণ রায়না ধোনির কতটা কাছের বন্ধু তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সিএসকে-তে ধোনিকে ‘থালা’ বলা বলে রায়নাকে বলা হত ‘চিন্না থালা’। দুজনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়েছিলেন একই দিনে। পারিবারিক দিক থেকেও ধোনির খুব কাছের রায়না। ফলে ধোনির কোনও বড় সিদ্ধান্তের খবর রায়নার কাছে থাকতেই পারে বলে মনে করেন ফ্যানেরা। রায়নার এহেন মন্তব্যে খুশি ফ্যানেরা।