২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসে খেলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী ওপেনার ম্যাথিউ হেডেন। খুব কাছ থেকে ধোনিকে দেখেছেন তিনিও। হেডেনই জানান মাঠে কখন রেগে যান ধোনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেডেন বলেছেন,”ধোনির মাথা মাছে এমনিতে ঠান্ডা। কিন্তু ফিল্ডিংয়ে গোলমাল পছন্দ করেন না। তাই উইকেটের পিছন থেকে ক্রমাগত কথা বলতে থাকেন বোলার ও ফিল্ডারদের সঙ্গে। ফিল্ডিংয়ে সমস্যা হলে ভয়ঙ্কর রেগে যায় ধোনি।”
advertisement
আরও পড়ুনঃ Shubman Gill Beat Virat Kohli: কোহলির একাধিপত্বে থাবা বসালেন গিল! বছর শেষে বিরাট খবর পেলেন শুভমান
প্রসঙ্গত, ২০০৮ সাল আইপিএলের প্রথম মরশুম থেকে সিএসকের অধিনায়কত্বের ব্যাটন ধোনির হাত। গত মরশুমেও দলকে চ্যাম্পিয়ন করেছে। ২০২৪ আইপিএলেও খেলবেন বলে জানিয়েছেন ধোনি। তবে এটাই হয়তো শেষ মরশুম মাহির।
এখনও পর্যন্ত আইপিএলে ২৫০টি ম্যাচ খেলেছেন এমএস ধোনি। প্রায় ৩৯ গড়ে ৫০৮২ রান করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। সর্বোচ্চ স্কোর ৮৪। আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২০ সালেই বিদায় জানিয়েছেন। এবার আইপিএলে ধোনিকে শেষবার দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।