ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরুটা ভাল হয়নি সিএসকের। ৮ রানে প্রথম উইকেট পড়ে। ৫ রান করে আউট হন ওপেনিংয়ে প্রমোট করা অজিঙ্কা রাহানে। এরপর দলের ইনিংসের রাশ ধরেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রা। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। ৬০ রানে দ্বিতীয় উইকেট পড়ে সিএসকের। ২১ রান করে আউট হন রাচিন রবীন্দ্র।
advertisement
এরপর শিবম দুবে এসে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। উল্টোদিকে সেট হয়ে যাওয়ার পর রানের গতিবেগ বাড়ান ঋতুরাজ গায়কোয়াড়। এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই পাল্টা মুম্বই ইন্ডিয়ান্সের উপর চাপ বাড়ায়। অর্ধশতরান পূরণ করেই দুই তারকা ব্যাটারই। জুটিতে ঝড়ের গতিতে ৯০ রানের পার্টনারশিপ গড়েন ঋতুরাজ-দুবে জুটি। ১৫০ রানে সিএসকের তৃতীয় উইকেট পড়ে। ৪০ বলে ৬৯ রান করে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়।
আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার
এরপর ড্যারিল মিচেল ক্রিজে আসেন। কিন্তু স্লগ ওভারে জসপ্রীত বুমরাহের দুই ওভারে বেশি রান করতে না পারায় সিএসকের রানের গতি কিছুটা কমে। কিন্তু শেষ ওভারে ড্যারিল মিচেল ১৭ রান করে আউট হওয়ার পর মাঠে আসেন এমএস ধোনি। ৪ বল বাকি থাকতে মাঠে নেমে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। শেষ বলে নেন ২ রান। ৪ বলে ২০ রানের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড ওয়াংখেড়ে। শিবম দুবে অপরাজিত থাকেন ৬৬ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে সিএসকে।