TRENDING:

CSK vs MI: ঋতুরাজ ও দুবের মারকাটারি ব্যাটিং, শেষে ধোনি ধামাকা, মুম্বইকে ২০৭ টার্গেট দিল চেন্নাই

Last Updated:

IPL 2024 CSK vs MI: ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের অনবদ্য় ব্যাটিংয়ে ভর করে মুম্বউ ইন্ডিয়ান্সকে চ্যালেঞ্জিং টার্গেট দিল চেন্নাই সুপার কিংস। ০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ করল চেন্নাই সুপার কিংস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আইপিএলের ইতিহাসে দুই সফলতম দলের লড়াই বলে কথা। ম্যাচের প্রথমার্ধেই বোঝা গেল কতটা হাড্ডাহাড্ডি সেই দ্বৈরথ। ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের অনবদ্য় ব্যাটিংয়ে ভর করে মুম্বউ ইন্ডিয়ান্সকে চ্যালেঞ্জিং টার্গেট দিল চেন্নাই সুপার কিংস। শেষে মাত্র ৪ বলের জন্য হলেও ধোনি ধামাকা দেখল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ করল চেন্নাই সুপার কিংস।
advertisement

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরুটা ভাল হয়নি সিএসকের। ৮ রানে প্রথম উইকেট পড়ে। ৫ রান করে আউট হন ওপেনিংয়ে প্রমোট করা অজিঙ্কা রাহানে। এরপর দলের ইনিংসের রাশ ধরেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রা। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। ৬০ রানে দ্বিতীয় উইকেট পড়ে সিএসকের। ২১ রান করে আউট হন রাচিন রবীন্দ্র।

advertisement

এরপর শিবম দুবে এসে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। উল্টোদিকে সেট হয়ে যাওয়ার পর রানের গতিবেগ বাড়ান ঋতুরাজ গায়কোয়াড়। এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই পাল্টা মুম্বই ইন্ডিয়ান্সের উপর চাপ বাড়ায়। অর্ধশতরান পূরণ করেই দুই তারকা ব্যাটারই। জুটিতে ঝড়ের গতিতে ৯০ রানের পার্টনারশিপ গড়েন ঋতুরাজ-দুবে জুটি। ১৫০ রানে সিএসকের তৃতীয় উইকেট পড়ে। ৪০ বলে ৬৯ রান করে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়।

advertisement

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এরপর ড্যারিল মিচেল ক্রিজে আসেন। কিন্তু স্লগ ওভারে জসপ্রীত বুমরাহের দুই ওভারে বেশি রান করতে না পারায় সিএসকের রানের গতি কিছুটা কমে। কিন্তু শেষ ওভারে ড্যারিল মিচেল ১৭ রান করে আউট হওয়ার পর মাঠে আসেন এমএস ধোনি। ৪ বল বাকি থাকতে মাঠে নেমে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। শেষ বলে নেন ২ রান। ৪ বলে ২০ রানের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড ওয়াংখেড়ে। শিবম দুবে অপরাজিত থাকেন ৬৬ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে সিএসকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs MI: ঋতুরাজ ও দুবের মারকাটারি ব্যাটিং, শেষে ধোনি ধামাকা, মুম্বইকে ২০৭ টার্গেট দিল চেন্নাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল