ম্যাচ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা ওপেনার। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন ওয়ার্নার। ওপেনিং জুটিতে ৯৩ রান যোগ করেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। ৩৫ বলে ৫৫ রান কর আউট হন ওয়ার্নার।
advertisement
ওপেনিং জুটি ভাঙতেই দ্বিতীয় উইকেট দ্রুত পায় সিএসকে। ১০৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ২৭ বল ৪৩ রান কর আউট হন পৃথ্বি শ। এরপর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও অপরদিকে অধিনায়কোচিত ইনিংস খেলেন ঋষভ পন্থ। বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন। অপরদিকে, মিচেল মার্শ ১৮ ও ট্রিস্টান স্টাবস খাতা না খুলেই সাজঘরে ফেরত যান। পন্থ নিজের হাফ সেঞ্চুরি করেন। ৩২ বলে ৫১ করে আউট হন তিনি। শেষে অভিষেক পোড়েল ৯ ও অক্ষর প্যাটেল ৭ করে অপরাজিত থাকেন।