TRENDING:

IPL 2024 Auction: বাংলাদেশি প্লেয়ারদের ছেঁটে ফেলল আইপিএল দলগুলি! ভরসা এখন মিনি নিলাম

Last Updated:

Bangladeshi Cricketers Released Ahead Of IPL 2024 Auction: আইপিএলের মিনি নিলামের আগে যে বাংলাদেশি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলত তাদের কাওকেই রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজিগুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর বাংলাদেশের একটা বিশাল অংশের ক্রিকেট ফ্যানরা উৎসবে মেতেছিলেন। ভারতের হারে তাদের ‘পৈশাচিক আনন্দ’ হয় বলেও জানিয়েছিলেন তারা। বাংলাদেশ ফ্যানেদের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন ভারতীয়রা। আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যান করারও দাবি উঠেছিল।
advertisement

আইপিএল নিলাম ২০২৪ লাইভ আপডেট

সরকারিভাবে কোনও ঘোষণা না করা হলেও ভারতীয় ক্রিকেট মহলে শোনা যাচ্ছিল ‘শ্যাডো ব্যান’ করা হতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের।  তা শুধু জল্পনাই ছিল। তবে আইপিএলের মিনি নিলামের আগে কিন্তু যে বাংলাদেশি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলত তাদের কাওকেই রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজিগুলি।

গত মরশুমে আইপিএলে খেলেছিল বাংলাদেশের ৩ ক্রিকেটার। তাদের মধ্যে শাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শাকিব পেয়েছিল দেড় কোটি টাকা ও লিটন ৫০ লক্ষ টাকা। কিন্তু প্রথমে দেশের খেলা ও পরে পারিবারিক কারণে আইপিএল খেলতেই আসেননি শাকিব। লিটন একটি ম্যাচ খেললেও পারফর্ম করতে পারেননি। একমাস ছিলেন দলের সঙ্গে। ২ জনের পরিবর্তে জেসন রয় ও জনসন চার্লসকে দলে নিয়েছিল কেকেআর। ফলে দুই ক্রিকেটারই হতাশ করেছিল নাইট টিম ম্যানেজমেন্টকে। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসে ছিলেন মুস্তাফিজুর রহমান।

advertisement

আরও পড়ুনঃ Full Retained List Of IPL 10 Teams:আইপিএলের ১০ দল ধরে রাখল কোন প্লেয়ারদের, দেখে নিন সম্পূর্ণ তালিকা

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

কিন্তু আইপিএল ২০২৪ মিনি নিলামের আগে বাংলাদেশের ৩ ক্রিকেটারকেই দল থেকে ছেঁটে ফেল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএল খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি তাদের। ১৯ ডিসেম্বর কোনও দল তাদের কিনলেই আইপিএল খেলতে পারবেন শাকিব-লিটন-মুস্তাফিজুররা। এখন দেখার কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের দলে নেয় কিনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 Auction: বাংলাদেশি প্লেয়ারদের ছেঁটে ফেলল আইপিএল দলগুলি! ভরসা এখন মিনি নিলাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল