আইপিএল নিলাম ২০২৪ লাইভ আপডেট
সরকারিভাবে কোনও ঘোষণা না করা হলেও ভারতীয় ক্রিকেট মহলে শোনা যাচ্ছিল ‘শ্যাডো ব্যান’ করা হতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের। তা শুধু জল্পনাই ছিল। তবে আইপিএলের মিনি নিলামের আগে কিন্তু যে বাংলাদেশি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলত তাদের কাওকেই রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজিগুলি।
গত মরশুমে আইপিএলে খেলেছিল বাংলাদেশের ৩ ক্রিকেটার। তাদের মধ্যে শাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শাকিব পেয়েছিল দেড় কোটি টাকা ও লিটন ৫০ লক্ষ টাকা। কিন্তু প্রথমে দেশের খেলা ও পরে পারিবারিক কারণে আইপিএল খেলতেই আসেননি শাকিব। লিটন একটি ম্যাচ খেললেও পারফর্ম করতে পারেননি। একমাস ছিলেন দলের সঙ্গে। ২ জনের পরিবর্তে জেসন রয় ও জনসন চার্লসকে দলে নিয়েছিল কেকেআর। ফলে দুই ক্রিকেটারই হতাশ করেছিল নাইট টিম ম্যানেজমেন্টকে। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসে ছিলেন মুস্তাফিজুর রহমান।
advertisement
আরও পড়ুনঃ Full Retained List Of IPL 10 Teams:আইপিএলের ১০ দল ধরে রাখল কোন প্লেয়ারদের, দেখে নিন সম্পূর্ণ তালিকা
কিন্তু আইপিএল ২০২৪ মিনি নিলামের আগে বাংলাদেশের ৩ ক্রিকেটারকেই দল থেকে ছেঁটে ফেল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএল খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি তাদের। ১৯ ডিসেম্বর কোনও দল তাদের কিনলেই আইপিএল খেলতে পারবেন শাকিব-লিটন-মুস্তাফিজুররা। এখন দেখার কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের দলে নেয় কিনা।