TRENDING:

Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কোন দলে রোহিত শর্মা? জানিয়ে দিলেন ভারতীয় তারকা

Last Updated:

Rohit Sharma: রোহিত ও হার্দিকের সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জন কমার নয়। এমনকী শোনা যাচ্ছে আগামী মরশুমে মেগা নিলামের আগে দল ছাড়তে পারেন রোহিত শর্মা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হারের হ্যাটট্রিকের পর আইপিএল ২০২৪-এ প্রথম জয়ের স্বাদ পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পুরনো দলে নতুন অধিনায়ক হিসেবে ফিরে খাতা খুলেছেন হার্দিক পান্ডিয়া। রোহিত-হার্দিক সম্পর্কের তিক্ততার মধ্যেই সামনে এসেছে দুই মহাতারকার সৌজন্যের ছবি। তবে রোহিত ও হার্দিকের সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জন কমার নয়। এমনকী শোনা যাচ্ছে আগামী মরশুমে মেগা নিলামের আগে দল ছাড়তে পারেন রোহিত শর্মা।
advertisement

রোহিত শর্মা আগামী মরশুমে কোন দলে যেতে পারেন তা নিয়েও জল্পনার অন্ত নেই। যদিও রোহিতের মত ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি মুখিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তবে মুম্বইও রোহিতকে রিটেন করবে একথা বলাই যায়। রোহিত স্বেচ্ছায় জল ছাড়তে চাইলে অন্য প্রসঙ্গ। এরই মধ্যে ৫ বারের আইপিএল জয়ী অধিনায়কের কোন দলে যাওয়া উচিত তা নিয়ে মুখ খুললেন মুম্বই ও সিএসকের প্রাক্তন তারকা অম্বাতি রায়ডু।

advertisement

গত বছর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রায়ডু। এবার আইপিএলে ধারাভাষ্যের কাজে যুক্ত রয়েছেন তিনি। আইপিএলের লাইভ অনুষ্ঠান চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে অম্বাতি রায়ডু বলেন, ‘সব আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো রোহিতকে নিতে চায়। ওকে ক্যাপ্টেন বানাতে চায়। ও ঠিক কোথায় যাবে বা যেতে চায় পুরোপুরি সেটা ওর সিদ্ধান্ত। আমি চাই ও এমন একটা টিমে যাক যেখানে ওর সঙ্গে এখানে (মুম্বই ইন্ডিয়ান্স) যেমন আচরণ করা হচ্ছে সেটা যেন না করা হয়। যেখানে ওকে যোগ্য সম্মান দেওয়া হবে।’

advertisement

আরও পড়ুনঃ KKR News: লখনউ ম্যাচের আগে আরও চাপ বাড়ল কেকেআরের! কী করবেন গম্ভীর? জানুন বিস্তারিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে যাকে নিয়ে এত জল্পনা সেই রোহিত শর্মা কিন্তু এখনও দল ছাড়ার প্রসঙ্গে একটিবারও মুখ খোলেননি। আপাতত বর্তমান দলের হয়ে ভাল পারফর্ম করাই তাঁর লক্ষ্য। তবে আগামী দিনে হিটম্যান কোনও বড় চমক দেন কিনা সেই দিকে নজর থাকবে সকলের।

বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কোন দলে রোহিত শর্মা? জানিয়ে দিলেন ভারতীয় তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল