রোহিত শর্মা আগামী মরশুমে কোন দলে যেতে পারেন তা নিয়েও জল্পনার অন্ত নেই। যদিও রোহিতের মত ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি মুখিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তবে মুম্বইও রোহিতকে রিটেন করবে একথা বলাই যায়। রোহিত স্বেচ্ছায় জল ছাড়তে চাইলে অন্য প্রসঙ্গ। এরই মধ্যে ৫ বারের আইপিএল জয়ী অধিনায়কের কোন দলে যাওয়া উচিত তা নিয়ে মুখ খুললেন মুম্বই ও সিএসকের প্রাক্তন তারকা অম্বাতি রায়ডু।
advertisement
গত বছর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রায়ডু। এবার আইপিএলে ধারাভাষ্যের কাজে যুক্ত রয়েছেন তিনি। আইপিএলের লাইভ অনুষ্ঠান চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে অম্বাতি রায়ডু বলেন, ‘সব আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো রোহিতকে নিতে চায়। ওকে ক্যাপ্টেন বানাতে চায়। ও ঠিক কোথায় যাবে বা যেতে চায় পুরোপুরি সেটা ওর সিদ্ধান্ত। আমি চাই ও এমন একটা টিমে যাক যেখানে ওর সঙ্গে এখানে (মুম্বই ইন্ডিয়ান্স) যেমন আচরণ করা হচ্ছে সেটা যেন না করা হয়। যেখানে ওকে যোগ্য সম্মান দেওয়া হবে।’
আরও পড়ুনঃ KKR News: লখনউ ম্যাচের আগে আরও চাপ বাড়ল কেকেআরের! কী করবেন গম্ভীর? জানুন বিস্তারিত
তবে যাকে নিয়ে এত জল্পনা সেই রোহিত শর্মা কিন্তু এখনও দল ছাড়ার প্রসঙ্গে একটিবারও মুখ খোলেননি। আপাতত বর্তমান দলের হয়ে ভাল পারফর্ম করাই তাঁর লক্ষ্য। তবে আগামী দিনে হিটম্যান কোনও বড় চমক দেন কিনা সেই দিকে নজর থাকবে সকলের।