শুক্রবারও বৃষ্টির জন্য অনুশীলন করতে পারেনি কেকেআর। বৃষ্টির কারণে নীতিশ রানাদের অনুশীলন ভেস্তে যায়। তবে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্ডোর স্টেডিয়ামে অনুশীলন করেছে কেকেআর। আইপিএলের সূচি অনুযায়ী কেকেআর এবং পঞ্জাব খেলা দুপুর ৩.৩০ মিনিটে শুরু হওয়ার কথা। সেই সময়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও খেলা সম্ভব না হয় তবে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। ম্যাচ আয়োজিত হতে হলে নূন্যতম পাঁচ ওভার খেলা হতেই হবে। তবে সেটা করার জন্য বৃষ্টি থামার পর মাঠের জল বার করে খেলার যোগ্য করে তুলতে হবে আয়োজকদের।
advertisement
বৃষ্টির সম্ভাবনা নিয়ে বেশি চিন্তা করতে নারাজ কেকেআর শিবির। যেটা নিজেদের হাতে নেই সেটা নিয়ে বাড়তি ভাবতে চান না নাইটদের নতুন নেতা নীতিশ রানা। বৃষ্টি নিয়ে চিন্তা না করে কেকেআর তাদের নিজেদের প্রথম একাদশ তৈরি রাখছে ম্যাচের জন্য। নাইট টিম সূত্রে খবর, নতুন ওপেনিং জুটি দেখা যেতে পারে ম্যাচে। আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ওপেন করবেন। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের গুরবাজের খেলার অভিজ্ঞতা রয়েছে।
দেশের হয়ে একচল্লিশ ম্যাচ ১০১৯ রান করেছেন। পাঁচটি হাফ সেঞ্চুরিও রয়েছে। যদিও গত মরশুমে আইপিএলে চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ পাননি। কারণ ঋদ্ধিমান সে দলে নিয়মিত ছিলেন। তবে নাইট শিবিরের খবর, তাঁকে ওপেন করানো হবে। তার সঙ্গে পার্টনার হিসেবে ওপেন করতে পারেন তামিলনাড়ুর উইকেটকিপার ব্যাটার এন জগদিশান। ২ উইকেটরক্ষকের হাত ধরেই ওপেনিং ব্যাটিং জুটি সাজাচ্ছেন নাইটদের কোচ চন্দ্রকান্ত পন্ডিত।
আরও পড়ুনঃ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফিরল ২০১১ বিশ্বকাপ জেতানো মুহূর্ত, নয়া লুকে মন জিতলেন ধোনি
মাস কয়েক আগে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন এন জগদিশান। বিজয় হাজারে ট্রফিতে টানা ৫ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। যার মধ্যে ১৪১ বলে ২৭৭ রানের ঝোড়ো ইনিংসও ছিল একটি ম্যাচে। তবে একান্ত পরিবর্তন করলে ভেঙ্কটেশ আইয়ারও ওপেন করতে পারেন। তবে চন্দ্রকান্ত পন্ডিত চান, ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।