নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফিরল ২০১১ বিশ্বকাপ জেতানো মুহূর্ত, নয়া লুকে মন জিতলেন ধোনি

Last Updated:

গুজরাটের বিরুদ্ধে ৭ বলে ১৪ রানের ইনিংস খেললেন এমএস ধোনি। শেষ ওভারে একটা ছয় ও একটা ৪। দুটো ক্ষেত্রেই পুরনো ক্যাপ্টেন কুলকে দেখা গেল। নয়া লুকেও সকলের মন জিতলেন মাহি।

আহমেদাবাদ: বয়স তাঁর একচল্লিশ পেরিয়েছে।‌ তবে চেহারা দেখে বোঝার উপায় নেই। বরঞ্চ চেহারার গঠন আরও মজবুত হয়েছে। আইপিএলের প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে দেখে আরও যুবক মনে হতেই পারে। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেখলে এখনও মনে হবে তিনি চাইলে ভারতীয় জার্সিতে অনায়াসে খেলা চালিয়ে যেতে পারতেন। পরিবর্তন বলতে হেয়ার স্টাইল বদল। ক্যাপ্টেন কুল ধরা দিলেন নয়া লুকে। বাঁ চোখের উপর সিঁথি করা চুলে। শুধু চুলের কায়দা নয়, রংও বদলে গিয়েছে। কালোর বদলে সেখানে সোনালির ছোঁয়া। এছাড়া সবই একই রয়েছে।
গত বছর আইপিএলে প্রথম দিকে অধিনায়ক ছিলেন না। তবে ফের ক্যাপ্টেন আর্ম ব্যান্ডে আইপিএল মাতাতে শুরু করলেন মাহি। হাঁটুর চোটের জন্য তার ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। ‌ তবে নিউজ18 বাংলায় দুপুরেই প্রকাশিত হয় ইনজেকশন নিয়েই খেলতে নামবেন ধোনি। সেই খবর সঠিক প্রমাণিত করে মাঝে নামলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ‌ ব্যাটিং অর্ডারে নিজেকে কিছুটা পিছিয়ে নিয়ে গেলেও ধরা দিলেন সেই পুরোনো মেজাজে। রবীন্দ্র জাদেজা আউট হতে ৮ নম্বরে নামেন ধোনি। তবে প্রথম বলেই ধোনির ট্রেডমার্ক শট নটরাজন স্টাইলে মেরে নিলেন এক রান। সেট হতে দু একটা বল নিলেন শুধু। শেষ ওভারে একটা ছয় ও একটা ৪। দুটো ক্ষেত্রেই পুরনো ক্যাপ্টেন কুলকে দেখা গেল। এখনও কব্জির জোরে বল সীমানা পার করে দিতে পারেন এক নিমেষে। ২০০ স্ট্রাইক রেট রেখে শেষ পর্যন্ত ৭ বলে ১৪ রান করলেন চেন্নাই অধিনায়ক।
advertisement
advertisement
ধোনির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অফ টাইমে নিজেকে ফিট রাখতে চুটিয়ে টেনিস খেলেছেন। মাসেল পাওয়ার ধরে রাখতে নিয়মিত লন টেনিসে গা ঘামাতেন তিনি। এমনকি রাঁচিতে টেনিস টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন। আসলে সম্ভবত শেষবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেছেন ধোনি। তাই শেষটা সবদিক থেকে ভালো করতে চাইছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। হলুদ জার্সিতে নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষটা অধ্যায়টা স্বর্ণ অক্ষরে লিখে যেতে চান মহেন্দ্র সিংহ ধোনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফিরল ২০১১ বিশ্বকাপ জেতানো মুহূর্ত, নয়া লুকে মন জিতলেন ধোনি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement